West Bengal news: বাড়িতে দাউ দাউ করে আগুন! পোষ্য কুকুরের তৎপতায় প্রাণ বাঁচল সকলের
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:Syed Mijanur Mahaman
Last Updated:
West Bengal news: চন্দ্রকোনা থানার যাদবপুর গ্রামের বৃন্দাবন জানার বাড়িতে বুধবার দুপুরে ঘটতে পারত বড়সড় দুর্ঘটনা। পোষ্যের তৎপরতার জেরে তবে অল্পের জন্য রক্ষা পেল বাড়ির সকলে।
চন্দকোনা, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান: চন্দ্রকোনায় অগ্নিকাণ্ড! পোষ্য কুকুরের সতর্কতায় রক্ষা পেল পুরো পরিবার। ঘরের প্রত্যেকেই তখন নিজের কাজে ব্যস্ত, চারদিক শান্ত, কিছুই অস্বাভাবিক মনে হচ্ছিল না। ঠিক সেই সময়েই বাড়ির পোষ্য কুকুরটি আচমকা অস্বাভাবিক ভাবে জোরে জোরে চিৎকার করেতে থাকে।
প্রথম দিকে কেউ তেমন গুরুত্ব না দিলেও কুকুরটির অস্থিরতা বাড়তেই থাকে। চিৎকার, দৌড়ঝাঁপ আর উদ্বিগ্ন আচরণ দেখে পরিবারের সদস্যরা অবশেষে বাইরে বেরিয়ে আসেন। আর বেরোতেই তাঁদের চোখে পড়ে দাউদাউ করে জ্বলছে আগুন।
advertisement
যাদবপুর গ্রামে বৃন্দাবন জানার মাটির দোতলা বাড়ির পিছনের বারান্দায় আগুন লেগে ইতিমধ্যেই ছড়াতে শুরু করে শিখা। আগুন দেখে প্রথমেই চিৎকার করে ওঠেন বাড়ির মহিলারা। সেই চিৎকার গ্রামে পৌঁছতেই ছুটে আসে আশপাশের মানুষজন। কেউ বালতি করে জল, কেউ আবার ভেজা কাপড়—যা হাতের কাছে পান তাই নিয়ে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন। কিছু সময়ের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবুও ততক্ষণে পুড়ে যায় পোষাক পরিচ্ছদ সমেত বেশ কিছু জিনিসপত্র। বারান্দার কাঠামোতেও ক্ষতি হয়েছে। বৃন্দাবন জানার মেয়ে লক্ষ্মী বলেন, “সম্ভবত ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। তাঁর কথায়, “আমাদের কুকুরটা এত জোরে চিৎকার না করলে আমরা কিছুই বুঝতাম না। ওই ছিল বলে সবাই বেঁচে গেলাম।”
advertisement
গ্রামবাসীরাও একবাক্যে বলছেন, “কুকুরটি সতর্ক না করলে বাড়িটি মুহূর্তে আগুনে ভস্মীভূত হয়ে যেত”। ঘটনার পরে পরিবারের সকলের আবেগ যেন পোষ্যটির দিকেই। আদর করা, খাওয়ান, যত্ন করা—সবই যেন একটু বেশি করে দেওয়া হচ্ছে আজ তাকে। বাড়ির ছোট-বড় সবাই এসে আলতো করে ছুঁয়ে দিচ্ছেন সেই নায়ক কুকুরটিকে, যে নিজের প্রভুর প্রাণ বাঁচিয়েছে। গ্রামের বহু মানুষও আজ বিশেষভাবে এসে দেখছেন তাকে—যেন একবার চোখে দেখা হোক সেই চারপেয়ে হিরোকে। যাদবপুর গ্রামে আজ একটাই আলোচনা—“মানুষের থেকেও বেশি বিশ্বস্ত, বেশি সচেতন আমাদের পোষ্য কুকুরটিই।” প্রাণহানি বা বড় ধরনের ক্ষতি না হওয়ায় সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। পরিবারের কাছে সবচেয়ে বড় বিষয়—তাদের পোষ্যটি সময়মত সতর্ক করে সবাইকে বাঁচিয়েছে।
advertisement
এক কথায়, যাদবপুরের আজকের নায়ক।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 18, 2025 7:48 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal news: বাড়িতে দাউ দাউ করে আগুন! পোষ্য কুকুরের তৎপতায় প্রাণ বাঁচল সকলের
