ছোট জাগুলিয়া উচ্চ বিদ্যালয়ের অস্থায়ী কর্মীকে ছাত্ররা পিটিয়ে মেরেছে বলে অভিযোগ, অন্যদিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হতে পারে বলে মনে করা হচ্ছে। আজ ছোট জাগুলিয়া উচ্চ বিদ্যালয় দশম শ্রেণীর টেস্ট পরীক্ষা ছিল। সেই সময় সব ছাত্র-ছাত্রীদের মোবাইল নিয়ে আসতে বারণ করা হয়েছিল বিদ্যালয় এর পক্ষ থেকে৷
advertisement
তারপরেও পরীক্ষা দিতে এসে অনেকই মোবাইল নিয়ে আসে ,পরীক্ষার আগে সেই মোবাইল গুলো আটকে রাখলেও পরীক্ষার পরে যারা অভিভাবক নিয়ে এসেছে তাদেরকে মোবাইল ফেরত দিয়ে দেওয়া হয়েছে।
কিছু ছাত্র-ছাত্রী অভিভাবকদের না এনে লাঠি নিয়ে আচমকা চড়াও হয় অস্থায়ী কর্মী শিবুর উপর। এরপরেই হৃদরোগে আক্রান্ত হয়ে স্কুল চত্বরেই পড়ে যায় অস্থায়ী কর্মী। তাকে ছোট জাগুলিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনা তদন্ত করছে দত্তপুকুর থানার পুলিশ৷ ইতিমধ্যেই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে৷ এছাড়াও স্কুলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
জিয়াউল আলম