গ্রামের ২০ থেকে ২২ টি ঢাকির দল প্রতি বছর পাড়ি দেয় ভিন রাজ্যে ঢাক বাজাতে। কারণ এই রাজ্যে চাহিদা থাকলেও পয়সা মেলে না সেই অনুপাতে।
তাই পুজোর কয়েকটা দিন দু পয়সা বেশি রোজগারের আশায় তাদের কাউকে যেতে হয় দিল্লি আবার কাউকে যেতে হয় মধ্যপ্রদেশে ঢাক বাজাতে। এমনই জানাচ্ছেন এই গ্রামের ঢাকিরা। সারা বছর বিভিন্ন শুভ অনুষ্ঠানে এই জেলা, ওই জেলা করলেও পূজোর মরশুমে তাঁদের পরিবার ছেড়ে পাড়ি দিতে হয় ভিন রাজ্যে। ঢাক শিল্পী সন্তোষ কালিন্দী, ভীম কালিন্দীরা জানান প্রায় কুড়ি থেকে ২৫ বছর ঢাক বাজিয়ে আসছেন তাঁরা। এই রাজ্যে ঢাক বাজিয়ে পয়সার পরিমাণটা কম থাকে, দু পয়সা জমাতে পারিনা তাই বাধ্য হয়ে পরিবার ছেড়ে যেতে হয় ভিন রাজ্যে। সরকারি সাহায্য বা শিল্পী ভাতাও পান না বলে জানান তিনি। ফলে তাঁদের ছুটতে হয় ভিন রাজ্যে, এমনটাই জানাচ্ছেন ঢাকিরা।
advertisement
আরও পড়ুন: টিভি ভুলে যান! এ বার চোখের সামনে দেখুন রাম-রাবণের যুদ্ধ! গায়ে কাঁটা দেবে
অন্যদিকে আরেক ঢাক শিল্পী শ্রীকান্ত কালিন্দী বলেন, “প্রতি বছর ভিন রাজ্যে যেতে হয় ঢাক বাজাতে। সরকারি সাহায্য বলতে কিছু নেই। শিল্পী ভাতার জন্য আবেদন করেছিলাম এখনও পাইনি।”
আর কয়েক রাত পোহালেই মহাষষ্ঠী, তার আগে প্রতিদিনই চলছে ঢাক বাজানোর রেওয়াজ। পুজোর কয়েকটা দিন তাদের পরিবার ছেড়ে যেতে হবে ভিন রাজ্যে। তাই আনন্দ আর বিষাদ যেন তাদের এক মুখেই আজ প্রকাশ পাচ্ছে।