ঝাড়গ্রামের পুরাতন এলআইসির গলিতে গেলেই পাবেন শোরুমটি। আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে সব কিছুই কিনতে পারেন। তবে এই প্রিয়দর্শনীতে শুধুমাত্র মহিলারাই কেনাকাটা করতে পারেন। বাঙালির দুর্গাপুজো মানেই নতুন পোশাক। কেউ শাড়ি পছন্দ করেন তো কেউ চুড়িদার। বিভিন্ন দামের, বিভিন্ন ধরণের শাড়ি হোক বা আধুনিক পোশাকের সম্ভার পেতে হলে আপনাকে আসতেই হবে প্রিয়দর্শনী বুটিক্সে।
advertisement
কী কী পাবেন এখানে? বিভিন্ন শাড়ি থেকে কুর্তি, চুড়িদার থেকে ইনার গার্মেন্টস সব কিছুর জন্য আলাদা আলাদা কাউন্টার করা হয়েছে। আর দুর্গাপুজো উপলক্ষ্যে প্রতিটি কেনাকাটার ওপরেই আছে নিশ্চিত উপহার। সেই সঙ্গে ৫০০ টাকা থেকে ৫০ হাজারের কেনাকাটায় রয়েছে বিভিন্ন আকর্ষণীয় গিফট ভাউচার ও উপহারের সম্ভার। প্রিয়দর্শনী বুটিক্স-এর কর্নাধার প্রজ্ঞা পারমিতা মণ্ডল বলেন ‘অনেক স্বপ্ন নিয়ে প্রিয়দর্শনী বুটিক্স তৈরি করেছি। যাতে এক ছাতার তলায় সমস্ত জিনিসপত্র কিনতে পারেন মহিলারা।’
আপনাদের প্ৰিয় এই বুটিক্স একই আছে, বেড়েছে শুধু বহরে ও সম্ভারে। তাই আর দেরি কেন, পুজোর ঢাকে কাঠি পড়ল বলে। আজই গিয়ে আসন্ন দুর্গাপুজোর কেনাকাটা সেরে ফেলুন। এখানে মহিলাদের পোশাক থেকে মানানসই জুয়েলারি সবই পাবেন এক ছাদের তলায়।