অবিশ্বাস্য ভাবে ভোটার তালিকায় নাম না থাকলেও তাঁর রেশন কার্ড, আধার কার্ড এবং প্যান কার্ড রয়েছে। ভোটার তালিকায় মৃত হলেও এখনো তিনি রেশন সামগ্রী পান।
২০০৪ সাল থেকে ভোটার তালিকায় মৃত দেখানো হয় স্থানীয় বিদ্যানগরের গনেশপুর এলাকার বাসিন্দা সুবল মিস্ত্রিকে। তারপর থেকে আর ভোট দিতে পারেননি তিনি। ভোটার তালিকায় সংশোধনের জন্য বারংবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, কিন্তু আজও সুরাহা মেলেনি। ফলে ভুয়ো ভোটার খুঁজে বের করার হিড়িকের মধ্যে জীবিত ব্যক্তিকে ভোটার তালিকায় মৃত দেখানো নিয়ে তার নিয়ে শুরু হয়েছে দোষারোপের পালা। এই ঘটনার সমাধান চেয়ে সবজায়গায় দারস্থ হয়েও কোনোও কাজ হয়নি বলে জানিয়েছেন সুবোল পাত্র।
advertisement
আরও পড়ুন: দ্বিতীয় বিয়ের পরও পরকীয়া! ২৭ বছরের ছোট এই নায়িকার প্রেমে হাবুডুবু খেয়েছেন ধর্মেন্দ্র, হেমা জানতেই…
তবে এবার ভুয়ো ভোটার ধরার জন্য বিভিন্ন জায়গায় যে স্ক্রুটিনি চলছে তার ফলে এই ঘটনা আবারও সামনে চলে এসেছে। দীর্ঘ ২০ বছর ভোট দিতে না পেরে খুবই হতাশ সুবোল। তবে এবার সমস্যার সমাধান হবে বলে আশাবাদী তিনি।