সামসেরগঞ্জের হীরানন্দপুর প্রাইমারি স্কুলের অফিস রুমে দেখা মিলল বিষধর কোবরা সাপের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়। শিক্ষকরা জানিয়েছেন, বিভিন্ন ঘরে ছাত্রছাত্রীরা তখনও ক্লাস করতে ব্যস্ত। আর এরই মাঝে অফিস রুমে দেখা পাওয়া যায় বিশাল আকারের কোবরা সাপের। শ্রেণিকক্ষের দরজাও বন্ধ করে দেওয়া হয়। পরে উদ্ধার করা হয় বিশাল সাপটিকে।
advertisement
জানা গিয়েছে, সাপ দেখেই এই ঘটনায় ছাত্র-ছাত্রীসহ শিক্ষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি খবর দেওয়া হয় বন দফতরকে। স্কুলেরই একজন শিক্ষক সাপটিকে একটি জারে ভরে রাখতে সক্ষম হয়। তার পরে কিছুক্ষণের মধ্যেই সাপটিকে উদ্ধার করে নিয়ে যায় বন দফতরের কর্মীরা।
আরও পড়ুন- মৃত’ সন্তান! ২ বছর পর মায়ের কোলে ফিরল সেই নবজাতক, ছেলেকে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন মা
ক্লাস চলাকালীন স্কুলে সাপ ঘিরে ব্যাপক হইচই সৃষ্টি হয়। যদিও সাপের বিষয়টি নিয়ে স্কুলের কোনও ছাত্র-ছাত্রী টের পাননি বলেও পাল্টা দাবি করে জানান শিক্ষক শিক্ষিকারা। অত্যন্ত সুক্ষভাবেই সাপটিকে উদ্ধার করার পরেই ছাত্রছাত্রীদের বাড়ি পাঠানো হয়।
বিশাল এই সাপ দেখতে স্কুলপ্রাঙ্গণে স্থানীয়দের ভিড় জমে যায়। জানা গিয়েছে, সাপটিকে উদ্ধার করে নিরাপদ জায়গায় ছেড়ে আসা হয়েছে। যদিও স্কুলের তরফে জানানো হয়েছে সাপ উদ্ধার করে বন দফতর নিয়ে গিয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।





