TRENDING:

Nadia News: ভাতের জন্য ছাড়তে হয়েছিল রাজ্য, আর এখন ভবঘুরেদের ভাত জোগাচ্ছেন হরিহরপুরের কাউসার

Last Updated:

Nadia News: কাউসার আলীকে প্রতিবেশীরা সকলে মিন্টু বলে চেনে! আট থেকে আশি সকলেই তার বন্ধু, হাত পাতার আগেই সহযোগিতা পৌঁছে যায় বাড়িতে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: এক সময় দুটো ভাতের জন্য যেতে হয়েছিল ভিন রাজ্যে, তাই আজ সুদূর হায়দরাবাদে বসেই পরিচালনা করেন গ্রামে তৈরি স্বাস্থ্য কেন্দ্র, ভবঘুরেদের আহার এবং শিশুদের পড়াশোনা। সুদূর হায়দরাবাদে বসেই পরিচালনা করেন জন্মভূমি নদিয়ার শান্তিপুর হরিপুর গ্রামে তার হাতে তৈরি স্বাস্থ্য কেন্দ্র, ভবঘুরেদের মধ্যাহ্নভোজ এবং শিশুদের শিক্ষা কেন্দ্র।
advertisement

এক দু’দিন নয়, আজ তিন বছর ধরে এভাবেই নিয়মিত পরিষেবা দিয়ে যাচ্ছেন শান্তিপুরের ভূমিপুত্র কাউসার আলী মন্ডল। চলছে রোজার মাস, আর সেই উপলক্ষে ইফতারের ব্যবস্থা করে তাঁর তৈরি সংগঠন। সমাজসেবা তিন-চার বছর ধরে চললেও আজ থেকে এক বছর আগে ১২ জন সমাজসেবার মানসিকতা নিয়ে চলা বন্ধুরা  শুরু করেন এই সংগঠন।

advertisement

কাউসার আলীকে প্রতিবেশীরা সকলে মিন্টু বলে চেনে! আট থেকে আশি সকলেই তার বন্ধু, হাত পাতার আগেই সহযোগিতা পৌঁছে যায় বাড়িতে। কাজের সুবাদে বাড়িতে থাকলেও এলাকার ছোটবেলার বন্ধুদের টাকা পাঠানোর মাধ্যমে দীর্ঘ লকডাউনে অনাহারী মানুষের সহযোগিতা পৌঁছেছিল রাতের অন্ধকারে, সংবাদ শিরোনামে না আসার পক্ষপাতী তিনি। তাই আজ তার বক্তব্য মেলেনি। মুসলিম অধ্যুষিত এলাকা হওয়ার কারণে, ওই এলাকার আনুমানিক ১৫০ জন রোজাদারকে এদিন রীতি মতন রাজকীয় ভাবে ইফতার করানোর ব্যবস্থা করেন তিনি।

advertisement

সংগঠনের সদস্য পেশায় শিক্ষক নজরুল ইসলাম বলেন, প্রত্যেকেই মানুষের জন্য কিছু করতে চাই কিন্তু সময় কিংবা ভাল বন্ধুর অভাবে তা হয়ে ওঠে না, কাউসারের মতন বন্ধু পেয়ে এই সুযোগ হাতছাড়া করিনি। এখানে প্রায় ৩০ জন সদস্য বিনামূল্যে নিয়মিত পরিষেবা দিচ্ছেন। আগামীতে মহিলাদের সেলাই শিক্ষা বা পুরুষদের অন্যান্য বৃত্তিমূলক কাজের মাধ্যমে স্বনির্ভর হওয়ার বিভিন্ন ধরনের পরিকল্পনা রয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: ভাতের জন্য ছাড়তে হয়েছিল রাজ্য, আর এখন ভবঘুরেদের ভাত জোগাচ্ছেন হরিহরপুরের কাউসার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল