TRENDING:

একই ছাদের তলায় শিবপুজো ও কোরাণপাঠ, সম্প্রীতির অন্য নজির ঝাড়গ্রামে

Last Updated:

সম্প্রীতির অন্য নজির ঝাড়গ্রামে ৷ ঝাড়গ্রামেরই একই স্থানে মন্দির ও মসজিদ গড়ে উঠেছে ৷ সেখানেই একই সঙ্গে চলে আরাধনা ৷ বিগত ২৫ বছর ধরে এটাই হয়ে এসেছে ঝাড়গ্রামে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ঝাড়গ্রাম: সম্প্রীতির অন্য নজির ঝাড়গ্রামে ৷ ঝাড়গ্রামেরই একই স্থানে মন্দির ও মসজিদ গড়ে উঠেছে ৷ সেখানেই একই সঙ্গে চলে আরাধনা ৷ বিগত ২৫ বছর ধরে এটাই হয়ে এসেছে ঝাড়গ্রামে ৷
advertisement

এটি একটি বিরল দৃশ্য হলেও মনকে বাল করে দেওয়ার মত ঘটনা ৷ একদিকে পবিত্র কোরাণ পাঠ করেন ধর্মপ্রাণ মুসলিমরা ঠিক তখনই অন্য প্রান্ত চলে শিবের পুজো ৷ তবে পুরো ঘটনাটি সংঘঠিত হয় একই ছাদের তলায় ৷ মন্দির ও মসজিদের রক্ষণাবেক্ষণ করেন স্থানীয় একজন ব্রাহ্মণ, তাঁর নাম নারায়ণ চন্দ্র আচার্য ৷

advertisement

তিনি মনে করেন সবাই একই ঈশ্বরের সন্তান ৷ ধর্ম তো শুধুই বাঁচার একটি মাধ্যম মাত্র ৷ দুই সম্প্রদায়ের মানুষের এক সঙ্গে মিলেমিশে থাকা, আরাধনা করা এই সবই এলাকায় এক সৌভ্রাতৃত্বের পরিবেশ সৃষ্টি করেছে ৷

অন্যদিকে জাহানার বিবি বলেছেন তাঁরা যেমন কোরাণ পাঠ করি ঠিক তেমনই মা কালীর উপাসনাও করেন ৷ এর ফলে কখনই ধর্মীয় মতভেদ দাঙ্গা জন্ম নেয়নি ৷ প্রায় আড়াই দশক ধরেই এমনটাই হয়ে আসছে ৷ একন এটাই ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে ৷

advertisement

অনেক খারাপ ঘটনার মাঝে এমন হৃদয় ছুঁয়ে যাওয়ার মত দৃশ্য সত্যিকারেই এক অন্য ভালবাসার জায়গা তৈরি করেছে ৷ ভাবলেও ভাললাগে সকলের তরে সকল চলেছে বেঁচে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আরও পড়ুন ফের সস্তা পেট্রোপণ্য, আরও কিছুটা স্বস্তির নিঃশ্বাস মধ্যবিত্তের সংসারে

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
একই ছাদের তলায় শিবপুজো ও কোরাণপাঠ, সম্প্রীতির অন্য নজির ঝাড়গ্রামে