প্রসঙ্গত, বর্ষ পূর্তি অনুষ্ঠান উপলক্ষ্যে পুরুলিয়া দেশবন্ধু রোডে একদিকে তৃণমূল কার্যালয়ে চলছিল তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। অন্য দিকে বর্ষবরণ জন্য ছিল স্থানীয়দের ভিড়। সেই সময় পুরুলিয়া রাঘবপুর মোড়ে যানজট নিয়ন্ত্রণে কাজে লিপ্ত ছিলেন পুরুলিয়া ডিএসপি ট্রাফিক, এক সাব ইন্সপেক্টর সহ পাঁচ পুলিশকর্মী। একটি বেপরোয়া গাড়ি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে কর্মরত পুলিশ আধিকারিকদের সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে লুটিয়ে পড়েপাঁচ জন পুলিশকর্মী। গুরুতর আহত হন তাঁরা।
advertisement
এদিন তৃণমূল প্রতিষ্ঠা দিবস সেরে ফির ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাত, সহ অন্যান তৃণমূলের নেতা কর্মীরা। তাঁদের উদ্যোগেই তড়িঘড়ি আহত পুলিশ কর্মীদের উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাত সদর হাসপাতাল ও মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়।
এদিন আহত পুলিশ কর্মীদের মধ্যে বাবলু গড়াই নামে বছর ৩৫ এর এক কনস্টেবলের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক হয়ে যায়। অবস্থার আরও অবনতি হওয়ার ফলে তাকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সোমবার ভোর রাতে দুর্গাপুরের ওই বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। সে পুরুলিয়ার বেলগুমা পুলিশ লাইনে কর্মরত ছিল।
আরও পড়ুন দার্জিলিং-এ চোখ খুলতেই কাঞ্চনজঙ্ঘা দর্শন
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘাতক গাড়িটি সরকারি এক্সাইজ ডিপার্টমেন্টের। তবে তাতে চালক ছাড়া কোনও সরকারি অধিকারিক ছিলেন না বলে খবর। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, শহরের মাঝে বেপরোয়া ভাবে কেনই বা গাড়িটি চালানো হচ্ছিল তার তদন্ত শুরু করেছে পুরুলিয়া সদর থানা পুলিশ। গোটা ঘটনাকে ঘিরে শোকোস্তব্ধ সমগ্র পুলিশ মহল।
শমিষ্ঠা ব্যানার্জি