TRENDING:

New Year Death: কনস্টেবল নিজে হাতে সামলাচ্ছিলেন ট্রাফিকের দায়িত্ব, বেপরোয়া গাড়ি কেড়ে নিল প্রাণ

Last Updated:

Purulia News: মর্মান্তিক দুর্ঘটনায় আহত পাঁচ পুলিশকর্মী , মৃত্যু হল একজনের!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া : ফেস্ট্রিভ মুডে যখন মেতে উঠেছে গোটা পুরুলিয়া জেলা ঠিক সেই সময় বর্ষপূর্তি রাতে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। বেপরওয়া গাড়ি ধাক্কায় গুরুতর আহত হন ডিএসপি ও সাব ইন্সপেক্টর সহ পাঁচ পুলিশ কর্মী। ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরুলিয়া রাঘবপুর মোড় সংলগ্ন এলাকায়।
মর্মান্তিক দুর্ঘটনা পুরুলিয়ায়
মর্মান্তিক দুর্ঘটনা পুরুলিয়ায়
advertisement

প্রসঙ্গত, বর্ষ পূর্তি অনুষ্ঠান উপলক্ষ্যে পুরুলিয়া দেশবন্ধু রোডে একদিকে তৃণমূল কার্যালয়ে চলছিল তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। অন্য দিকে বর্ষবরণ জন্য ছিল স্থানীয়দের ভিড়। সেই সময় পুরুলিয়া রাঘবপুর মোড়ে যানজট নিয়ন্ত্রণে কাজে লিপ্ত ছিলেন পুরুলিয়া ডিএসপি ট্রাফিক, এক সাব ইন্সপেক্টর সহ পাঁচ পুলিশকর্মী। একটি বেপরোয়া গাড়ি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে কর্মরত পুলিশ আধিকারিকদের সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে লুটিয়ে পড়েপাঁচ জন পুলিশকর্মী। গুরুতর আহত হন তাঁরা।

advertisement

আরও পড়ুনSouth 24 Parganas News: বছরের প্রথম দিনেই মর্মান্তিক ঘটনা! বাইক দুর্ঘটনায় মৃত্যু আরোহীর, আহত আরও দুই

এদিন তৃণমূল প্রতিষ্ঠা দিবস সেরে ফির ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাত, সহ অন্যান তৃণমূলের নেতা কর্মীরা। তাঁদের উদ্যোগেই তড়িঘড়ি আহত পুলিশ কর্মীদের উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাত সদর হাসপাতাল ও মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়।

advertisement

View More

এদিন আহত পুলিশ কর্মীদের মধ্যে বাবলু গড়াই নামে বছর ৩৫ এর এক কনস্টেবলের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক হয়ে যায়। অবস্থার আরও অবনতি হওয়ার ফলে তাকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সোমবার ভোর রাতে দুর্গাপুরের ওই বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। সে পুরুলিয়ার বেলগুমা পুলিশ লাইনে কর্মরত ছিল।

আরও পড়ুন দার্জিলিং-এ চোখ খুলতেই কাঞ্চনজঙ্ঘা দর্শন

advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘাতক গাড়িটি সরকারি এক্সাইজ ডিপার্টমেন্টের। তবে তাতে চালক ছাড়া কোনও সরকারি অধিকারিক ছিলেন না বলে খবর। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, শহরের মাঝে বেপরোয়া ভাবে কেনই বা গাড়িটি চালানো হচ্ছিল তার তদন্ত শুরু করেছে পুরুলিয়া সদর থানা পুলিশ। গোটা ঘটনাকে ঘিরে শোকোস্তব্ধ সমগ্র পুলিশ মহল।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

শমিষ্ঠা ব্যানার্জি

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
New Year Death: কনস্টেবল নিজে হাতে সামলাচ্ছিলেন ট্রাফিকের দায়িত্ব, বেপরোয়া গাড়ি কেড়ে নিল প্রাণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল