South 24 Parganas News: বছরের প্রথম দিনেই মর্মান্তিক ঘটনা! বাইক দুর্ঘটনায় মৃত্যু আরোহীর, আহত আরও দুই

Last Updated:

বড়সড় দুর্ঘটনায় জয়নগরে মৃত এক। বছরের প্রথম দিনে পথ দুর্ঘটনায় মৃত এক আহত দুই

বছরের প্রথম দিনেই মর্মান্তিক ঘটনা! বাইক দুর্ঘটনায় মৃত্যু আরোহীর, আহত আরও দুই
বছরের প্রথম দিনেই মর্মান্তিক ঘটনা! বাইক দুর্ঘটনায় মৃত্যু আরোহীর, আহত আরও দুই
জয়নগর: বছরের প্রথম দিনে পথ দুর্ঘটনায় মৃত এক আহত দুই। জয়নগর থানার পদ্মের হাটে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মোটর সাইকেল আরোহীর।
জানা গিয়েছে, আহত দু’জনকে চিকিত্‍সার জন‍্য লকাতায় স্থানান্তরিত করা হয়। মৃত মোটরসাইকেল আরোহী সিরাজুল মন্ডল(৩৩) বকুলতলা থানার উত্তরপদুয়া ঘোষালের চক এলাকার বাসিন্দা।
advertisement
স্থানীয় সূত্রে খবর, আজ সকালে মোটর সাইকেলে চেপে তিন জন উত্তরপদুয়া ঘোষালের চক থেকে বারুইপুরে যাওয়ার সময় জয়নগর থানার পদ্মেরহাট এলাকায় মোটর সাইকেলের সঙ্গে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে মারা যায় সিরাজুল মন্ডল।
advertisement
স্থানীয় লোকজন অন্য দুই আহত ব্যক্তি কে উদ্ধার করে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য, পদ্মার হাট গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে অবস্থার অবনতি হওয়ায় কলকাতা স্থানান্তরিত করা হয়। বছরের প্রথম দিনেই এমন মর্মান্তিক ঘটনায় শোকেরা ছায়া এলাকজুড়ে।
সুমন সাহা
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: বছরের প্রথম দিনেই মর্মান্তিক ঘটনা! বাইক দুর্ঘটনায় মৃত্যু আরোহীর, আহত আরও দুই
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement