গত ২৭ জানুয়ারি পুণ্য স্নানের উদ্দেশ্যে এলাকারই স্থানীয় বাসিন্দাদের সঙ্গে প্রয়াগরাজের মহা কুম্ভ মেলায় গিয়েছিলেন স্নান করতে ওই গৃহবধূ। পরিবার সূত্রে জানা যায় এরপর ২৯ তারিখ ভোররাতে স্নান করতে নামেন তিনি গঙ্গায়, তারপর থেকেই আর খুঁজে পাওয়া যাচ্ছে না ওই গৃহবধূকে।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
এই ঘটনার পর থেকেই রীতিমতো চিন্তিত রয়েছে পরিবার। ওই গৃহবধুর ছেলে সুমন পাল বলেন, গত ২৭ তারিখ শিয়ালদহ স্টেশন থেকে স্থানীয় সঙ্গী সাথীদের নিয়ে মহা কুম্ভের উদ্দেশ্যে রওনা দেন তার মা সুমিত্রা দেবী। গত ২৮ তারিখ সেখানে গিয়ে পৌঁছান তারা। এরপর গতকাল অর্থাৎ ২৯ তারিখ ভোরে স্নান করতে নামেন তার মা, আর তারপর থেকেই আর খোঁজ পাওয়া যাচ্ছে না তার মায়ের বলে দাবি ছেলের।
যদিও মায়ের সঙ্গে যাওয়া সঙ্গী-সাথী যারা ছিলেন তারা প্রত্যেকেই ফিরে আসছেন। তবে মায়ের বিষয়ে সঙ্গী সাথীরা খোঁজ দিতে পারছেন না।
আরও পড়ুনPalang Pakoda: ঘন্ট বা পালং পনির অনেক খেলেন এবার কুড়মুড়ে পালং পকোড়া খান! শীতের সন্ধে জমে যাবে
আর এরপর প্রশাসনের সঙ্গে যোগাযোগ ও হেল্পলাইন নম্বরে যোগাযোগ করলেও সন্ধান বা খোঁজ মিলছে না সুমিত্রা দেবীর বলেই জানান তার ছেলে সুমন পাল। স্বাভাবিকভাবেই এই ঘটনায় রীতিমতো চিন্তায় রয়েছে পরিবার, কি করবেন বুঝে উঠতে পারছেন না তারা। তারা চান অতি সত্বর প্রশাসন ব্যবস্থা নিয়ে তার মাকে ফিরিয়ে দিক তাদের কাছে।
Mainak Debnath