TRENDING:

Himalayan Porcupine: গোটা গায়ে কাঁটা! হাওড়ার লোকালয়ে দেখা মিলল আজব প্রাণীর, স্থানীয়দের তৎপরতায় উদ্ধার

Last Updated:

হাওড়ার গঙ্গাধরপুর পানিহিজলি লোকালয়ে হঠাৎ ঢুকে পড়ে একটি ঝুঁটি বিহীন হিমালয়ান সজারু। যে সজারুটি স্থানীয় যুবকদের তৎপরতায় উদ্ধার করা হয় এবং প্রাণী বেঁচে যাই ওই প্রাণীটি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: লোকালয়ে ঝুঁটি বিহীন হিমালয়ান সজারু, প্রাণ বাঁচল যুবকদের তৎপরতায়।গভীর রাতে একটি পরিত্যক্ত বাড়ি থেকে শব্দ শুনে স্থানীয় যুবকরা ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে তারা দেখতে পায় গায়ে লম্বা লম্বা কাঁটা যুক্তি প্রাণী। স্থানীয় যুবকরা স্বচক্ষে সজারু আগে কখনও দেখেনি। চেষ্টা করেও প্রাণীটি ওই ঘর থেকে বেরোতে না পাড়ায়। প্রাণীটি ধরার চেষ্টা করে যুবকরা। তখনও তারা বুঝতে পারেনি আসলে গায়ে কাঁটা যুক্ত প্রাণীটি কী।
advertisement

প্রাণীটিকে কোনও রকম আঘাত না করে খাঁচাবন্দি করে। সকাল হতেই এলাকার মানুষ প্রাণীটি দেখতে ভিড় জমায়। ৮-৮০ বয়সের মানুষের মধ্যে দারুণ উৎসাহ দেখা যায়। এলাকার প্রবীণ মানুষেরা জানান, এটি সজারু। পার্শ্ববর্তী জলাভূমিতে ওদের বাসস্থান। সেখান থেকেই মাঝে মধ্যে লোকালয়ে চলে আসে। প্রাণীটি উদ্ধার করে পরিবেশ কর্মীদের খবর দেওয়া হয়।

আরও পড়ুনঃ মালামাল করে দেবে…! শীতের মরশুমে এই ‘বিশেষ’ প্রজাতির চন্দ্রমল্লিকা চাষে প্রচুর লাভের সুযোগ! জানুন ‘সঠিক’ পদ্ধতি

advertisement

হাওড়া জেলার গ্রামাঞ্চলে উলুবেড়িয়া পাঁচলা আমতা সহ বিভিন্ন এলাকায় ঝুঁটি বিহীন হিমালয়ান সজারুর দেখা মেলে। তবে বর্তমান সময়ে ক্রমশ বন জঙ্গল জলাভূমি কেটে কলকারখানা গড়ে উঠার কারণে সমস্যায় পড়ছে বাঘরোল, গন্ধগোকুল, বনবিড়াল, সজারুর মত বন্য প্রাণীরা। বর্তমান সময়ে জেলায় সড়ক দুর্ঘটনা সহ নানা কারণে প্রাণহানী ঘটছে বন্য প্রাণীদের। সেই দিক থেকে সচেতনতার ছবি পাঁচলার পানিহিজলীতে। স্থানীয় মানুষ পরিবেশ কর্মী এবং বন বিভাগের কর্মীদের উপস্থিতে প্রাণীটিকে মুক্তি করা হয়।

advertisement

View More

আরও পড়ুনঃ রাত জেগে কাজ? অজান্তেই শরীর বাসা বাঁধবে জটিল রোগ, সতর্ক থাকতে কী কী করবেন জানুন চিকিৎসকের এই পরামর্শ

এ প্রসঙ্গে স্থানীয় যুবকরা জানান, বন্য প্রাণীরা ক্রমশ অসহায় হয়ে পড়ছে । বর্তমান সময়ে পরিবেশে ভারসাম্য রক্ষার ক্ষেত্রে সকলকে ভাবতে হবে। পরিবেশ কর্মী শুভজিৎ মাইতি জানান, ‘মানুষের মধ্যে সতর্কতা বৃদ্ধি পাচ্ছে। পরিবেশ ও বন্যপ্রাণীদের জন্য ভাল।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Himalayan Porcupine: গোটা গায়ে কাঁটা! হাওড়ার লোকালয়ে দেখা মিলল আজব প্রাণীর, স্থানীয়দের তৎপরতায় উদ্ধার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল