প্রাণীটিকে কোনও রকম আঘাত না করে খাঁচাবন্দি করে। সকাল হতেই এলাকার মানুষ প্রাণীটি দেখতে ভিড় জমায়। ৮-৮০ বয়সের মানুষের মধ্যে দারুণ উৎসাহ দেখা যায়। এলাকার প্রবীণ মানুষেরা জানান, এটি সজারু। পার্শ্ববর্তী জলাভূমিতে ওদের বাসস্থান। সেখান থেকেই মাঝে মধ্যে লোকালয়ে চলে আসে। প্রাণীটি উদ্ধার করে পরিবেশ কর্মীদের খবর দেওয়া হয়।
advertisement
হাওড়া জেলার গ্রামাঞ্চলে উলুবেড়িয়া পাঁচলা আমতা সহ বিভিন্ন এলাকায় ঝুঁটি বিহীন হিমালয়ান সজারুর দেখা মেলে। তবে বর্তমান সময়ে ক্রমশ বন জঙ্গল জলাভূমি কেটে কলকারখানা গড়ে উঠার কারণে সমস্যায় পড়ছে বাঘরোল, গন্ধগোকুল, বনবিড়াল, সজারুর মত বন্য প্রাণীরা। বর্তমান সময়ে জেলায় সড়ক দুর্ঘটনা সহ নানা কারণে প্রাণহানী ঘটছে বন্য প্রাণীদের। সেই দিক থেকে সচেতনতার ছবি পাঁচলার পানিহিজলীতে। স্থানীয় মানুষ পরিবেশ কর্মী এবং বন বিভাগের কর্মীদের উপস্থিতে প্রাণীটিকে মুক্তি করা হয়।
আরও পড়ুনঃ রাত জেগে কাজ? অজান্তেই শরীর বাসা বাঁধবে জটিল রোগ, সতর্ক থাকতে কী কী করবেন জানুন চিকিৎসকের এই পরামর্শ
এ প্রসঙ্গে স্থানীয় যুবকরা জানান, বন্য প্রাণীরা ক্রমশ অসহায় হয়ে পড়ছে । বর্তমান সময়ে পরিবেশে ভারসাম্য রক্ষার ক্ষেত্রে সকলকে ভাবতে হবে। পরিবেশ কর্মী শুভজিৎ মাইতি জানান, ‘মানুষের মধ্যে সতর্কতা বৃদ্ধি পাচ্ছে। পরিবেশ ও বন্যপ্রাণীদের জন্য ভাল।’
রাকেশ মাইতি





