আরও পড়ুন: হঠাৎ মদ বিক্রি কমে গেল ভারতের এক রাজ্যে! ব্যবসায়ী এবং রাজ্য সরকারের মাথায় হাত, কী হল?
এবার তাঁদের পুজোর থিম ‘হন্টেড হাউস’। ভূতুড়ে বাড়ির মণ্ডপ ও জ্যান্ত ভূত সহ উগ্রমূর্তি মা কালীর প্রতিমা দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা৷ পুজোর আগের দিনই ওই মণ্ডপের শুভ উদ্বোধন হয়েছে৷ ওই দিন থেকেই ভূতুরে বাড়ির ভূত দেখতে দর্শনার্থীদের লম্বা লাইন পড়ে যায়। লাগামছাড়া দর্শনার্থীদের ভিড় হয় গভীর রাত পর্যন্ত৷
advertisement
কালীপুজোর দিন রাতে ওই রহস্যময় মন্ডপে মা কালীর আরাধনায় মেতে ওঠেন ভক্তরা৷ পুজো উদ্যোক্তাদের সূত্রে জানা গিয়েছে, তাঁদের পুজো এই বছর ৫৮ তম বর্ষে পদার্পণ করেছে। প্রতিবছরই তাঁরা নজরকাড়া মণ্ডপ ও প্রতিমা গড়ে তোলেন। দর্শনার্থীদের উপচে পড়া ভিড় হয়।
এই বছর তাঁদের আকর্ষণীয় থিম “হন্টেড হাউস”। মণ্ডপ গড়ে তুলেছেন বাঁকুড়া জেলার শিল্পী। মণ্ডপের সঙ্গে মানানসই ভয়ঙ্কর রূপের কালী প্রতিমা গড়ে তোলা হয়েছে ওই মণ্ডপেই৷ পাশাপাশি ওই ভূতুড়ে মণ্ডপে জ্যান্তু ভূত সেজে অভিনয় করে চলেছেন বাঁকুড়া জেলারই পাঁচ জন শিল্পী। তাঁরা ভূতুড়ে পরিবেশের আনাচকানাচে লুকিয়ে থেকে দর্শনার্থীদের ভয় দেখাচ্ছেন।
আরও পড়ুন: পা দিয়ে গড়িয়ে পড়ছে রক্ত, হাসপাতালে সাহায্য চাইলেন কিশোরী! ফের নির্যাতনের অভিযোগ
ভীতিকর অন্ধকার মণ্ডপে আলোছায়ার খেলা ভয়ঙ্কর পরিবেশ তৈরি করেছে৷ এখানে ব্রহ্মদৈত্য, মামদো ভুত, পেত্নী, ঝেঁয়ো পেত্নী, কুনি-বুনি ও গেছো ভূত, মেছো ভূত-সহ নিশি ভূতের নাচানাচি কলরব চাক্ষুস দেখতে পাওয়ায় দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণীয় হয়ে উঠেছে। পুজো কমিটি কালী পুজোর ভোগ বিতরণ করেন। পুজোকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় চার দিন ধরে৷ কালী পুজো ছাড়াও ওই কমিটি সরস্বতী পুজো করেন।
পুজোর পাশাপাশি বড় আকারের ফুটবল টুর্নামেন্ট করেন প্রতিবছর। পুজো উদ্যোক্তাদের দাবি, এবার কালী পুজোর থিম ” হণ্টেড হাউস ” এলাকাবাসীর দাবি মেনেই করা হয়েছে। দুর্গাপুর শহরবাসী ছাড়াও বহু বহিরাগত দর্শনার্থীরা মণ্ডপ দর্শন করতে ভিড় করছেন৷ ভিড় নিয়ন্ত্রণ করতে ও কোনও রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য ক্লাবের সদস্যরা সর্বক্ষণ তৎপর রয়েছেন৷ এই বছর তাঁদের পুজোর থিম দুর্গাপুরের অনান্য বিগ বাজেটের পুজো গুলির মধ্যে সেরা হয়েছে বলে দাবি পুজো উদ্যোক্তাদের৷