উদ্যোক্তা শিল্পী রঙ্গজীব রায় বলেন, “পরিবেশ সচেতনতার বার্তা দিতেই এই ওয়ার্কশপ। অনেক প্রাণী পরিবেশ থেকে হারিয়ে যাচ্ছে , তাদের আবার ফিরিয়ে আনতে হবে। প্রাণীদের স্বচ্ছ পরিবেশ ফিরিয়ে দিতে পারলে আমরাও অনেক ভাল থাকব।” বর্ধমান ছাড়াও এই শিল্পকর্ম প্রস্তুত করার জন্য হাজির হয়েছিলেন ভিন জেলার শিল্পীরাও। কলকাতা, নদিয়া, বাঁকুড়া, বীরভূম থেকেও এসেছিলেন শিল্পীরা। বেশ কিছু ছবি সকলে মিলে তুলে ধরেছিলেন ছাইয়ের ঢিপির মধ্যে। যেখানে তুলে ধরা হয়েছিল ঘড়িয়াল, গাঙ্গেয় ডলফিন এর মতো হারিয়ে যেতে বসা প্রাণীদের ছবি।
advertisement
এছাড়াও ছাই দিয়েই তুলে ধরা হয়েছিল আরও এক ভিন্ন ছবি। যেখানে দেখা যাচ্ছে একজন ব্যক্তি একটা গাছের গুঁড়িয়ে আঁকড়ে ধরে শুয়ে রয়েছেন। এই ছবির মাধ্যমেও শিল্পীরা গাছ কাটা বন্ধ করা এবং গাছ রোপণের বার্তা দিতে চেয়েছেন। কলকাতা থেকে আগত শিল্পী শুভেন্দু বিশ্বাস বলেন, “ঘড়িয়াল, গাঙ্গেয় ডলফিনের মতো প্রাণীদের ছবি তুলে ধরেছি, কারণ তারা এখন হারিয়ে যাচ্ছে। মানুষকে সচেতন হওয়ার বার্তা দিচ্ছি। ছাইকে এখানে আমরা হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিভিন্ন ছবি তুলে ধরেছি।”
আরও পড়ুনঃ Bengaluru Stampede News: চিন্নাস্বামীর ঘটনায় গ্রেফতার আরসিবি কর্তা সহ ৩ জন, চাপে আইপিএল চ্যাম্পিয়নরা
পথচলতি অনেকেই এই শিল্পকর্ম দেখার জন্য ভিড় জমিয়েছিলেন। এছাড়াও স্থানীয় বাসিন্দাদের মধ্যেও এক আলাদা উত্তেজনা লক্ষ্য করা যায়। স্থানীয় বাসিন্দা অসীম কুমার মল্লিক বলেন, “খুবই ভাল লাগছে। এইধরনের কাজ আমাদের এলাকায় প্রথম দেখলাম, খুবই সুন্দর হয়েছে।” সবমিলিয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শিল্পীদের এহেন উপস্থাপনা সত্যিই অভিনব। পরিবেশ দূষণ রুখতে এবং সকলকে সচেতন করতে আগামী দিনেও আরও নতুন কাজ করবেন বলে জানিয়েছেন শিল্পীরা।





