পূর্ব বর্ধমানের রায়না ১ ব্লকের মোগলমারী গ্রামের বাসিন্দা শেখ মাসেম, বয়স আনুমানিক ৬৫ থেকে ৭০ এর মধ্যে। এদিন শনিবার তিনি নিজের জমির ধান কাটার জন্য বাজারে শ্রমিক খুঁজতে গিয়েছিলেন। আর তারপরই এদিন সাতসকালে তার সঙ্গে ঘটে গেল এক ভয়াবহ কাণ্ড। যার জেরে শেষমেষ প্রাণ হারাতে হল কৃষক শেখ মাসেমকে।
advertisement
এই প্রসঙ্গে মৃত শেখ মাসেম এর কাছের আত্মীয় ইব্রাহিম খাঁ জানিয়েছেন, “আমার চাচা ধান কাটার জন্য সকালে বাজারে শ্রমিক খুঁজতে এসেছিলেন। সেইসময় আরামবাগের দিক থেকে একটি ধান বোঝাই লরি বর্ধমান-আরামবাগ রোড থেকে বৈঁয়াইচন্ডী রোডে ঢুকে পড়ে। পরবর্তিতে চাচাকে ধাক্কা মারে ওই লরি। মনে হয় চালক ঘুমিয়ে গিয়েছিল!” ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের বর্ধমান আরামবাগ সাত নম্বর রাজ্য সড়কের মোগলমারী গ্রামের বাজারে। আনুমানিক সকাল ৭ টা নাগাদ এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। ধান বোঝাই লরিটি জোরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মারা যান শেখ মাসেম।
আরও পড়ুন-স্বামী বাড়িতে না থাকলেই এসব করতেন ঐশ্বর্য…! এতদিনে ফাঁস করলেন অভিষেক, জানলে রাতের ঘুম উড়বে আপনারও
পরে ঘটনার খবর পেয়ে সেহারা বাজার ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ লরি চালককে গ্রেফতার করেছে এবং এই ঘটনার তদন্ত শুরু করেছে।
বনোয়ারীলাল চৌধুরী