এই খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে মৃতের পরিবারকে খবর দেওয়া হলে তাঁরা এসে দেহটি শনাক্ত করেন। পুলিশের পক্ষ থেকে দেহটি ময়নাতদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুনঃ বাড়িতে টিনের শেড মেরামতির সময় আচমকা দুর্ঘটনা! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সানশেড, গুরুতরভাবে জখম শিশু-সহ ৫
advertisement
পরিবার সূত্রে জানা গিয়েছে, হাসিবুর পেশায় একজন ড্রাইভার ছিলেন। তাঁর স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে। আকস্মিক এই মৃত্যুর ঘটনায় পরিবার ও স্থানীয় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উল্লেখ্য, কালীপুজোর মরশুমে একের পর এক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একাধিক পথচারী এবং বাইক আরোহীর। গত এক সপ্তাহে প্রায় প্রতিদিনই সাধারণ মানুষকে কোনও না কোনও দুর্ঘটনার শিকার হতে হয়েছে। তাঁরা যদিও সম্পূর্ণভাবে বেপরোয়া ভাবে গাড়ি চালানো চালকদের দোষারোপ করছেন। পুলিশ প্রশাসনকে তাঁদের অনুরোধ, আরও কড়াভাবে পদক্ষেপ নিলেই একমাত্র দুর্ঘটনার প্রবণতা কমবে।






