আরও পড়ুনঃ ফের অগ্নিকাণ্ড জয়নগরে! ভোরবেলা হঠাৎ করে জ্বলে উঠল পরপর দোকান, আতঙ্কিত এলাকাবাসী
রবিবার সকাল থেকেই মুর্শিদাবাদ জেলার বহরমপুরে সাধক নরেন খ্যাপা স্মৃতি মন্দির মধু বর্ষণ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের পাশে এলাকার বাসিন্দাদের উদ্যোগে ৩০০ ফুটের জাতীয় পতাকা লাগানো হল। এছাড়াও ক্রিকেট কোচ রাহুল দ্রাবিড় তাঁর ছবি-সহ বিরাট কোহলি এবং প্রাক্তন দুই ভারত অধিনায়ক যাদের নেতৃত্বে আগে বিশ্বকাপ জিতেছিল ভারত, তাঁদের ছবি লাগান হয়েছে। এর পাশাপাশি সমগ্র ক্রিকেট দলের সদস্যদের ছবি লাগানো হয়েছে, পড়ানো হয়েছে মালাও।
advertisement
রবিবার সকাল থেকেই সেজে উঠছে সদর বহরমপুর শহর। এছাড়াও বহরমপুর শহরের বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে LED স্ক্রিন ও বড় টিভি। এমনকী বড় বড় সিনেমা হলেও দেখানো হবে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল খেলা। ফলে ক্রিকেট জ্বরে এখন কাঁপছে নবাবের জেলা মুর্শিদাবাদ।
তবে ক্রিকেট প্রেমীদের আশা সোনালী পদক আসবে ভারতের হাতেই। টানা দশ ম্যাচ জয়ের আনন্দ ধরে রাখা তখনই সম্ভব, হাতে ট্রফি উঠলে। না হলে সবটাই বৃথা মনে হবে। গত দুটি বিশ্বকাপেও দুর্দান্ত খেলেছে ভারত। ২০২৩ বিশ্বকাপে বৃত্ত সম্পূর্ণ করার আশায় ভারত। রোহিত শর্মার নেতৃত্বে বিশ্বকাপ অভিযান শুরু হয়েছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই। ফাইনালেও সামনে সেই অস্ট্রেলিয়া।
কৌশিক অধিকারী