কেউ ৭বছর, আবার কেউ ৮ বছরের বেশি সময় সংশোধনাগারে বন্দি। ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের দিন বন্দিদশা থেকে মুক্তি পেয়ে নতুন করে স্বাধীনতা পেলেন সংশোধনাগারের ৯ জন আবাসিক। এই আবাসিকদের সমাজের মূল স্রোতে ফেরাতে মুক্তি দেওয়া হল। বন্দি দশা থেকে স্বাধীন হয়ে পরিবারে ফিরতে পেরে খুশি আবাসিকরা। তাদের হাতে ফুল ও উপহার তুলে দেওয়া হয়৷
advertisement
আরও পড়ুন: 'আমি জানতাম দিদি আমার পাশে দাঁড়াবে', মমতার মন্তব্যে যেন প্রাণ ফিরে পেলেন 'কেষ্ট'
বন্দিদশার মেয়াদ শেষ হওয়ার আগেই রাজ্য মোট ৯৯ জন আবাসিককে সংশোধনাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। তার মধ্যে বহরমপুর কেন্দ্রীয় সংশোধনগার থেকে ৯ জনকে মুক্তি দেওয়া হল। সমাজের মূল স্রোতে ফেরাতে এই আবাসিকদের সংশোধনাগারে শেখা কাজের শংসাপত্রও দেওয়া হয় বলে জানান জেল সুপার সুপ্রকাশ রায়।
আরও পড়ুন: 'এবার দিদির দিকেই হাত যাচ্ছে', স্বাধীনতা দিবসে দিলীপ ঘোষের মন্তব্যে তোলপাড়! নিশানায় কে?
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সংশোধনাগারে পতাকা উত্তোলন সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজ্যের উদ্যান পালন ও খাদ্য প্রক্রিয়াকরন দফতরের পক্ষ থেকে প্রশিক্ষণের ব্যবস্থা করার আশ্বাস দেন মন্ত্রী সুব্রত সাহা।