'এবার দিদির দিকেই হাত যাচ্ছে', স্বাধীনতা দিবসে দিলীপ ঘোষের মন্তব্যে তোলপাড়! নিশানায় কে?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Dilip Ghosh: দিলীপ ঘোষের সংযোজন, ''উনি একবার আগে বলেছিলেন কুণাল চোর, পার্থ চোর, মদন চোর, মুকুল চোর। আর সবকটাই অ্যারেস্ট হয়েছিল। এখন উনি নিজের নামটা বলেছেন প্রথমবার, আমার মনে হয় সেই সম্ভাবনাও আছে।''
#মেদিনীপুর: প্রথমে পার্থ চট্টোপাধ্যায়, এরপর অনুব্রত মণ্ডল গ্রেফতার। তৃণমূলের দুই শীর্ষ নেতা গ্রেফতার হওয়ার পরই একের পর এক আক্রমণ শানাচ্ছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। এই প্রসঙ্গে তিনি আগেই বলেছেন, ''পদ খালি তো আরও বেশি হওয়া উচিত। তবে দুটো উইকেট পড়েছে। আরও অনেক বেশি পড়বে আমার ধারণা। মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি মন্ত্রী মণ্ডলের বৈঠক করতে হয় জেলের মধ্যে গিয়ে করতে হবে।'' আর এবার অনুব্রতর পাশে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাঁড়ানো প্রসঙ্গে একহাত নিলেন দিলীপবাবু। তিনি বলেন, ''এবার বোঝা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতটা হতাশ, কতটা ভীত! এতদিন উনি অনেক ধমক চমক দিতেন, এখন উনি বলছেন আমি যদি অ্যারেস্ট হই, তাহলে আপনারা রাস্তায় নামবেন কিনা? কারণ বোঝা যাচ্ছে ওঁর অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা আছে।''
এখানেই শেষ নয়, দিলীপ ঘোষের সংযোজন, ''উনি একবার আগে বলেছিলেন কুণাল চোর, পার্থ চোর, মদন চোর, মুকুল চোর। আর সবকটাই অ্যারেস্ট হয়েছিল। এখন উনি নিজের নামটা বলেছেন প্রথমবার, আমার মনে হয় সেই সম্ভাবনাও আছে।'' সোমবার মেদিনীপুরে বিজেপির জেলা কার্যালয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী প্রসঙ্গে এমনটাই প্রতিক্রিয়া দিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুর লোকসভার সাংসদ দিলীপ ঘোষ।
advertisement
advertisement
তিনি আরও বলেন, ''এখন অনেকে বলছে ED মানে এবার দিদি। দিদির দিকেই হাত যাচ্ছে সেটা উনি বুঝতে পেরেছেন। এবং তাতে গত দু, তিন দিন ওঁর যুব বন্ধুদের নামতে বলেছিলেন, কিন্তু কেউ রাস্তায় নামেনি। কেউ আর চোরের সঙ্গে থাকতে রাজি নয়। চোরেদের গ্যাং থেকে নিজেদের সবাই আলাদা করছে।''
advertisement
তৃণমূল কংগ্রেসের ১৪ অগাস্ট পতাকা উত্তোলনকেও দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেন, ''১৪ তারিখ পাকিস্তানের স্বাধীনতা দিবস, পাকিস্তান পতাকা তোলে। গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন ১৪ তারিখ পতাকা তুলুন। আমি জানি না কার স্বাধীনতা দিবস পালন হচ্ছে পাকিস্তানের না ভারতের। অজিত মাইতির মতো লোকেরা যদি নেতা হয়, তাহলে আবার দেশ পরাধীন হতে দেরি হবে না।''
advertisement
---শোভন দাস
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 15, 2022 5:06 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'এবার দিদির দিকেই হাত যাচ্ছে', স্বাধীনতা দিবসে দিলীপ ঘোষের মন্তব্যে তোলপাড়! নিশানায় কে?