'এবার দিদির দিকেই হাত যাচ্ছে', স্বাধীনতা দিবসে দিলীপ ঘোষের মন্তব্যে তোলপাড়! নিশানায় কে?

Last Updated:

Dilip Ghosh: দিলীপ ঘোষের সংযোজন, ''উনি একবার আগে বলেছিলেন কুণাল চোর, পার্থ চোর, মদন চোর, মুকুল চোর। আর সবকটাই অ্যারেস্ট হয়েছিল। এখন উনি নিজের নামটা বলেছেন প্রথমবার, আমার মনে হয় সেই সম্ভাবনাও আছে।''

দিলীপ ঘোষের হুঁশিয়ারি
দিলীপ ঘোষের হুঁশিয়ারি
#মেদিনীপুর: প্রথমে পার্থ চট্টোপাধ্যায়, এরপর অনুব্রত মণ্ডল গ্রেফতার। তৃণমূলের দুই শীর্ষ নেতা গ্রেফতার হওয়ার পরই একের পর এক আক্রমণ শানাচ্ছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। এই প্রসঙ্গে তিনি আগেই বলেছেন, ''পদ খালি তো আরও বেশি হওয়া উচিত। তবে দুটো উইকেট পড়েছে। আরও অনেক বেশি পড়বে আমার ধারণা। মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি মন্ত্রী মণ্ডলের বৈঠক করতে হয় জেলের মধ্যে গিয়ে করতে হবে।'' আর এবার অনুব্রতর পাশে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাঁড়ানো প্রসঙ্গে একহাত নিলেন দিলীপবাবু। তিনি বলেন, ''এবার বোঝা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতটা হতাশ, কতটা ভীত! এতদিন উনি অনেক ধমক চমক দিতেন, এখন উনি বলছেন আমি যদি অ্যারেস্ট হই, তাহলে আপনারা রাস্তায় নামবেন কিনা? কারণ বোঝা যাচ্ছে ওঁর অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা আছে।''
এখানেই শেষ নয়, দিলীপ ঘোষের সংযোজন, ''উনি একবার আগে বলেছিলেন কুণাল চোর, পার্থ চোর, মদন চোর, মুকুল চোর। আর সবকটাই অ্যারেস্ট হয়েছিল। এখন উনি নিজের নামটা বলেছেন প্রথমবার, আমার মনে হয় সেই সম্ভাবনাও আছে।'' সোমবার মেদিনীপুরে বিজেপির জেলা কার্যালয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী প্রসঙ্গে এমনটাই প্রতিক্রিয়া দিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুর লোকসভার সাংসদ দিলীপ ঘোষ।
advertisement
advertisement
তিনি আরও বলেন, ''এখন অনেকে বলছে ED মানে এবার দিদি। দিদির দিকেই হাত যাচ্ছে সেটা উনি বুঝতে পেরেছেন। এবং তাতে গত দু, তিন দিন ওঁর যুব বন্ধুদের নামতে বলেছিলেন, কিন্তু কেউ রাস্তায় নামেনি। কেউ আর চোরের সঙ্গে থাকতে রাজি নয়। চোরেদের গ্যাং থেকে নিজেদের সবাই আলাদা করছে।''
advertisement
তৃণমূল কংগ্রেসের ১৪ অগাস্ট পতাকা উত্তোলনকেও দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেন, ''১৪ তারিখ পাকিস্তানের স্বাধীনতা দিবস, পাকিস্তান পতাকা তোলে। গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন ১৪ তারিখ পতাকা তুলুন। আমি জানি না কার স্বাধীনতা দিবস পালন হচ্ছে পাকিস্তানের না ভারতের। অজিত মাইতির মতো লোকেরা যদি নেতা হয়, তাহলে আবার দেশ পরাধীন হতে দেরি হবে না।''
advertisement
---শোভন দাস
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'এবার দিদির দিকেই হাত যাচ্ছে', স্বাধীনতা দিবসে দিলীপ ঘোষের মন্তব্যে তোলপাড়! নিশানায় কে?
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement