TRENDING:

East Medinipur News: হাসপাতালে ঘুরে ঘুরে করেন 'এই' কাজ, সকলের 'বিপদের বন্ধু' এই বৃদ্ধা, কী করেন? জানলে আঁতকে উঠবেন

Last Updated:

East Medinipur News: গ্রামের সাধারণ মানুষের চিকিৎসা সংক্রান্ত বিপদ-আপদে পাওয়া যায় ৯৩ বছরের এই বৃদ্ধার। সামান্য অর্থের বিনিময়ে ৪৭ বছর ধরে তিনি গ্রামের মানুষকে দূরের শহরে ডাক্তার দেখাতে নিয়ে যান। আবার হাসপাতালে ভর্তি করা পর্যন্ত তাঁর উপর অগাধ ভরসা করেন সাধারণ মানুষ। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তমলুক: কিছু মানুষ আছেন সমাজে যাদের কাছে বয়সটা নিছকই একটা সংখ্যা মাত্র! যে বয়সে স্বাভাবিক জীবন যাপন করাটা আর পাঁচজন সাধারণ মানুষের কাছে মুশকিল হয়ে ওঠে। নিতে হয় অন্যজনের সাহায্য। সেই বয়সেই গ্রামের সাধারণ মানুষের চিকিৎসা সংক্রান্ত বিপদ-আপদে দেখা মিলে ৯৩ বছরের এই বৃদ্ধার। সামান্য পয়সার বিনিময়ে ৪৭ বছর ধরে তিনি গ্রামের মানুষকে দূরে শহরে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হোক, আবার হাসপাতালে ভর্তি করা হোক সবেতেই তাঁর উপর অগাধ ভরসা করেন সাধারণ মানুষ।
advertisement

৯৩ বছরের বৃদ্ধা গৌরী দেবী। তমলুকের চিকিৎসক মহলের তার নাম হাওড়া জেলার মাসি। সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসকের পাশাপাশি বিভিন্ন ঔষুধের দোকান এবং প্যাথলজি সেন্টারে ওই একটাই তার পরিচয়। আর এই পরিচয় শুধুমাত্র তার কাজ দিয়ে। বাড়ি হাওড়া জেলার শ্যামপুর থানার অন্তর্গত রূপনারায়ণ নদের তীরবর্তী গ্রামে। ভৌগলিক অবস্থানগত কারণে এই এলাকার আশেপাশের ১০-১২ টি গ্রামের সাধারণ মানুষ চিকিৎসার জন্য নদ পেরিয়ে তমলুক শহরে আসেন। আর চিকিৎসা করাতে এলেই তারাই খোঁজ করে এই মাসিকে। কারণ চিকিৎসা সংক্রান্ত বিপদে আপদে তাদের ভরসা এই মাসির উপরেই।

advertisement

আরও পড়ুন-আজই সেই মাহেন্দ্রক্ষণ…! মা বিপত্তারিণীর কৃপায় ভাগ্য খুলবে ৫ রাশির, দু-হাত ভরিয়ে দেবেন অর্থ-যশ-খ্যাতি, জানুন আপনার কপালে কী

গৌরী দেবী নিজে জানান, হাওড়া জেলার রূপনারায়ণ নদের তীরবর্তী মানুষের চিকিৎসা সংক্রান্ত পাশে  তিনি আছেন দীর্ঘ ৪৩ বছর ধরে। প্রতিদিন রূপনারায়ন নদী পেরিয়ে তমলুক শহরে আসেন তিনি। ডাক্তার দেখানো হোক বা হাসপাতালে ভর্তি করানো সবেতেই ভরসা করেন গ্রামের মানুষেরা। সামান্য পয়সার বিনিময়ে এই কাজ দীর্ঘ ৪৫ বছর ধরে তিনি করে আসছেন। ঝড়,জল, বৃষ্টি মাথায় নিয়ে প্রতিদিন নৌকোতে করে রূপনারায়ণ নদ পেরিয়ে তমলুক শহরে আসেন। তিনি প্রথম তমলুক শহরে আসেন স্বামীর চিকিৎসার জন্য। তারপর থেকেই ডাক্তারি মহলে পরিচয় গড়ে তোলেন। সেই থেকে শুরু, বর্তমানেও প্রতিদিন রূপনারায়ণ নদ নৌকা করে পার হয়ে রোগী নিয়ে তমলুক শহরে আসেন।

advertisement

View More

আরও পড়ুন-‘নীল অপরাজিতা’-ই খুলবে পোড়া কপাল…! লাগান বাড়ির ‘এই’ কোণে, চুম্বকের মতো টাকা আসবে ঘরে, মরা ভাগ্য জেগে উঠবে

গৌরী দেবী আরও জানান বর্তমানে তার ছেলে, বৌমা, নাতি-নাত বউ নিয়ে ভরা সংসার। বয়সের কারণে পরিবারের লোকজন এই কাজ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। কিন্তু তিনি এই সামান্য পয়সা নয়, এই কাজকে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া মনে করেন। তাই প্রায় ১০০ বছরের দোরগোড়ায় এসেও বিশ্রাম নেওয়ার কথা ভাবেন না। তিনি বলেন, জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের সঙ্গে থাকতে চাই। দীর্ঘ ৪৫ বছর ধরে এই মানুষের সঙ্গে থাকাটা অভ্যাস হয়ে গিয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

সৈকত শী 

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Medinipur News: হাসপাতালে ঘুরে ঘুরে করেন 'এই' কাজ, সকলের 'বিপদের বন্ধু' এই বৃদ্ধা, কী করেন? জানলে আঁতকে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল