দিন তিনেক আগেই কলকাতাতেও উদ্ধার হয়েছিল কয়েক কোটি টাকা। আলমারির উপরে রাখা কার্টুনের মধ্যে কোটি কোটি টাকা থরে থরে সাজানো ছিল। যা দেখে চক্ষু চড়কগাছ হয়ে যায় শুল্ক দফতরের আধিকারিকদেরও। গত শনিবার কাস্টমস আধিকারিকরা বেনিয়াপুকুরে একটি বাড়িতে তল্লাশি চালান। সেখানেই বাড়ির মধ্যে আলমারির উপরে রাখা চারটি কার্টুনের মধ্যে কোটি কোটি টাকা রাখা ছিল।
advertisement
আরও পড়ুন: সাত-সকালেই দুই যুবকের দিকে চলে গেল সব নজর, ব্যাপক চাঞ্চল্য জামালপুরে!
কাস্টমস সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে কাস্টমস আধিকারিকরা বেনিয়াপুকুরে অভিযান চালান। সেখান থেকেই দুই জনকে আটক করা হয়। এই বিপুল টাকার উৎস কী? কোথা থেকে এল এই বিপুল পরিমাণ টাকা? বাড়িতেই বা কেন রাখা হয়েছিল? সেই সব প্রশ্নের উত্তর খুঁজছে শুল্ক দফতরের অধিকারিকরা।
আরও পড়ুন: কী ভূমিকা ছিল ওই রাতে, ডেকে পাঠানো হল সিভিক ভলেন্টিয়ারকে, আনিস কাণ্ডে খুলবে জট?
কাস্টমস সূত্রে আরও জানা গিয়েছে, বেশিরভাগই পাঁচশ টাকার নোট ছিল কার্টুনগুলির মধ্যে। মোট চারটি কার্টুন উদ্ধার করেছে কাস্টমস। তার মধ্যেই সাজানো ছিল ওই বিপুল পরিমাণ টাকা। সূত্রের খবর, কিছু দিন আগে কেন্দ্রীয় একটি সংস্থা থেকে গোপন সূত্রে খবর আসে কাস্টমস অধিকারিকদের কাছে। ওই বাড়িতে কোটি কোটি টাকা রয়েছে, সেই খবর পেয়েই কাস্টমস আধিকারিকরা অভিযান চালান। এবার পুরভোটের আগে বাংলা ঝাড়খণ্ড সীমান্ত থেকেই প্রচুর টাকা উদ্ধার হল।