TRENDING:

Environment Protection Message: গান লিখে দিকে দিকে ছড়িয়ে দেন পরিবেশ রক্ষার বার্তা, ৭৪-এর বৃদ্ধর উদ্যোগ অবাক করবে

Last Updated:

Environment Protection Message: পিংলার মুন্ডমারি এলাকায় বাড়ি বৃদ্ধ সুভাষ মণ্ডলের। যুবক বয়স থেকেই পরিবেশ বাঁচানোর জন্য তাঁর বিভিন্ন কর্মকাণ্ড শুরু হয়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: ঠিক করে দেখুন তো, চিনতে পারছেন? পরিচিত সেই মুখ হয়ত ভাবছেন! কিন্তু তা নয়, ইনি বছর ৭৪-এর এক বৃদ্ধ। বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলায়। তবে এঁর কৃতিত্ব আর পাঁচটা গুণী মানুষের থেকে কোনও অংশেই কম নয়। মানুষ হিসেবে জন্মানো তাঁর সার্থক। কারণ তিনি মানুষের কথা ভেবে পরিবেশ বাঁচানোর আহ্বান জানাচ্ছেন। চায়ের ঠেকে কিংবা জমায়েত, যেখানেই মানুষের সংখ্যা বেশি সেই সমস্ত জায়গাতেই বৃদ্ধ সুভাষ মণ্ডল হাজির হয়ে পরিবেশ বাঁচানোর আবেদন রাখেন।
advertisement

পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার মুন্ডমারি এলাকায় বাড়ি বৃদ্ধ সুভাষ মণ্ডলের। যুবক বয়স থেকেই পরিবেশ বাঁচানোর জন্য তাঁর বিভিন্ন কর্মকাণ্ড শুরু হয়। তবে ধীরে ধীরে সেই নেশা বাড়ে। এই বয়সে এসেও থেমে নেই সচেতনতা প্রচারের কাজ। লক্ষ্য, মানুষের মধ্যে গাছ লাগানোর প্রবণতা বৃদ্ধি করা। গাছ লাগালে পরিবেশ বাঁচবে, এই বার্তা দিতেই নানান পদ্ধতি অবলম্বন করেন তিনি।

advertisement

আরও পড়ুন: প্রভু জগন্নাথের রথের চালক প্রাক্তন সরকারি কর্মী! কী বলছেন সেই ‘ড্রাইভার’?

পরিবেশ বাঁচানোর এবং গাছ লাগানোর বিষয় নিয়ে নানা গান ও লেখা লিখে মানুষের মধ্যে বিলি করেন এই বৃদ্ধ। এছাড়াও বিভিন্ন চায়ের আড্ডা কিংবা জমায়েতে তিনি মানুষকে সচেতন করেন। বিভিন্ন পত্র-পত্রিকায় তাঁর লেখা ছাপা হয়। সাহিত্য চর্চার পাশাপশি ধর্মীয় নানা আলোচনাসভাতে গিয়েও পরিবেশ বাঁচানোর আবেদন জানান।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Environment Protection Message: গান লিখে দিকে দিকে ছড়িয়ে দেন পরিবেশ রক্ষার বার্তা, ৭৪-এর বৃদ্ধর উদ্যোগ অবাক করবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল