TRENDING:

Cyber Fraud: অজান্তেই সাইবার প্রতারণার শিকার ৭২ বছরের বৃদ্ধা! আর একটু হলেই খোয়াচ্ছিলেন ২৫ লক্ষ, গোবরডাঙা পুলিশের প্রশংসনীয় ভূমিকায় এ যাত্রায় রক্ষা

Last Updated:

Cyber Fraud: গোবরডাঙার বাসিন্দা ৭২ বছরের ভারতী নন্দী প্রায় পঁচিশ লক্ষ টাকার সাইবার প্রতারণার ফাঁদে পড়েছিলেন। কিন্তু ব্যাঙ্ক কর্মীদের সতর্কতা ও গোবরডাঙার পুলিশের তৎপরতার ফলে প্রতারিত হওয়ার হাত থেকে রক্ষা পান বৃদ্ধা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গোবরডাঙা, উত্তর ২৪ পরগনা, জিয়াউল আলম: গোবরডাঙা থানার তৎপরতায় ৭২ বছরের বৃদ্ধা ২৫ লক্ষ টাকার সাইবার প্রতারণার হাত থেকে রক্ষা পেলেন। পুলিশের প্রশংসনীয় ভূমিকা। ভীষণ খুশি ভারতী দেবী। ১৪ অক্টোবর গোবরডাঙা থানার দ্রুত পদক্ষেপের ফলে এক চাঞ্চল্যকর সাইবার প্রতারণা রোধ করা সম্ভব হয়। গোবরডাঙা খাঁটুরার বাসিন্দা ৭২ বছরের ভারতী নন্দী প্রায় পঁচিশ লক্ষ টাকার সাইবার প্রতারণার ফাঁদে পড়েছিলেন। কিন্তু ব্যাঙ্ক কর্মীদের সতর্কতা ও পুলিশের তৎপরতার ফলে শেষমেশ প্রতারিত হওয়ার হাত থেকে রক্ষা পান বৃদ্ধা।
বৃদ্ধাকে বড়সড় সাইবার প্রতারণার হাত থেকে রক্ষা করল গোবরডাঙা পুলিশ
বৃদ্ধাকে বড়সড় সাইবার প্রতারণার হাত থেকে রক্ষা করল গোবরডাঙা পুলিশ
advertisement

প্রায় তিন মাস আগে উত্তর ২৪ পরগনার গোবরডাঙা থানার পক্ষ থেকে স্থানীয় বিভিন্ন ব্যাঙ্ক আধিকারিকদের নিয়ে একটি সমন্বয় সভা করা হয়েছিল। যেখানে সন্দেহজনক লেনদেনের ক্ষেত্রে পুলিশকে দ্রুত জানানো ও বিশেষ করে বয়স্ক ও অবসরপ্রাপ্ত নাগরিকদের সাইবার প্রতারণা থেকে রক্ষা করার বিষয়ে জোর দেওয়া হয়েছিল।

আরও পড়ুনঃ খুব সাবধান! আমলার ফেসবুক অ্যাকাউন্টের আড়ালে অন্য কেউ, মেসেজ আসতেই খেল খতম! সরকারি কর্মীর সঙ্গে যা হল…

advertisement

মঙ্গলবার সকাল ১০টা নাগাদ ব্যাঙ্কে উপস্থিত কর্মীরা লক্ষ্য করেন, ভারতী নন্দী নামে এক প্রবীণ মহিলা প্রায় ২৫ লক্ষ টাকা অন্য একটি অ্যাকাউন্টে পাঠানোর চেষ্টা করছেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় ব্যাঙ্ক কর্মীরা সঙ্গে সঙ্গে গোবরডাঙা থানার ওসি পিঙ্কি ঘোষ মহাশয়াকে খবর দেন। এরপর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধাকে বিষয়টি বুঝিয়ে সাইবার প্রতারণার হাত থেকে রক্ষা করেন।

advertisement

আরও পড়ুনঃ  সহজ কিস্তিতে বাজিমাতের টোপ! প্রতারকদের ফাঁদে ভুলেও পা দেবেন না, মালদহে সর্বস্বান্ত বহু পরিবার, কী ঘটেছে জানুন

তদন্তে জানা যায়, ১৩ অক্টোবর দুপুর নাগাদ ভারতী নন্দীর মোবাইলে এক অচেনা নম্বর থেকে ফোন আসে। নিজেকে দিল্লি সাইবার পুলিশ পরিচয় দিয়ে প্রতারক জানান, বৃদ্ধার নামে নিবন্ধিত একটি সিম কার্ড অবৈধ কাজে ব্যবহৃত হয়েছে। গ্রেফতারের ভয় দেখিয়ে প্রতারক প্রথমে ২ লক্ষ টাকা দাবি করে। যা বৃদ্ধা ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে পাঠান। এরপর পুনরায় ভিডিও কলে ভয় দেখিয়ে প্রতারকরা আরও টাকা দাবি করে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এক ক্লিকেই জানবেন কোন ফসলে হবে মোটা লাভ! ‘এই’ ডিভাইস বদলে দেবে ভবিষ্যৎ
আরও দেখুন

পুলিশের হস্তক্ষেপে প্রতারণার দ্বিতীয় ধাপ ব্যর্থ হয়। গোবরডাঙা থানায় ইতিমধ্যেই একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং সাইবার ক্রাইম পোর্টালেও অভিযোগ নথিভুক্ত করা হয়েছে। পুলিশ দোষীদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Cyber Fraud: অজান্তেই সাইবার প্রতারণার শিকার ৭২ বছরের বৃদ্ধা! আর একটু হলেই খোয়াচ্ছিলেন ২৫ লক্ষ, গোবরডাঙা পুলিশের প্রশংসনীয় ভূমিকায় এ যাত্রায় রক্ষা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল