অনেকের লক্ষ্য থাকে ভাল করে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানোর, কারও ইচ্ছা থাকে সমাজের জন্য ভাল কিছু কাজ করার, কারও দেশের হয়ে কিছু করার ইচ্ছা থাকে। তবে এখানে যারা এসেছেন তাদের লক্ষ্য একটাই, নিশানা ঠিক রেখে শুট করার এবং আগামী দিনে ভাল জায়গায় পৌঁছনোর ও বিদেশের মাটিতে গিয়ে দেশের হয়ে পুরস্কার নিয়ে আশার। বাংলার বুকে এত প্রতিভাবান শুটার লুকিয়ে আছে বিষয়টি জানানে না অনেকেই। সেই শুটারদের খুঁজে বের করতেই এই ভাবনা।
advertisement
আরও পড়ুন: বরাদ্দ হয়েছে অর্থ, তবুও রাস্তায় বড় বড় গর্ত! কোথায় গেল টাকা? হাসনাবাদে বিরাট অভিযোগ
ওয়েস্ট বেঙ্গল রাইফেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পশ্চিম বর্ধমানের আসানসোল রাইফেল ক্লাবে অনুষ্ঠিত হচ্ছে ৫৭ তম ওয়েস্ট বেঙ্গল স্টেট শুটিং চ্যাম্পিয়নশিপ। সেখানে রাজ্যের বিভিন্ন জেলা থেকে উপস্থিত হয়েছেন প্রায় এক হাজার শুটার। তবে তাঁদের এখানে লক্ষ্য আগামীতে নিজেকে ভাল জায়গায় পৌঁছানোর। সেই লক্ষ্যকে কেন্দ্র করেই এখানে ছুটে এসেছেন প্রায় এক হাজার শুটার। এই প্রতিযোগিতা শুরু হয়েছে ২৪ অগাস্ট থেকে চলবে আগামি ৩১ অগাস্ট পর্যন্ত। প্রতিযোগিতার সূচনা করেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। এখানে রাইফেল এবং পিস্তল বিভাগের প্রতিযোগিতা চলছে। ১০ মিটার এয়ার রাইফেল, ১০ মিটার এয়ার পিস্তল, ২৫ মিটার বিভাগে সেন্টার ফায়ার, রেপিড ফায়ার সহ বিভিন্ন বিভাগে প্রতিযোগিতা চলছে। তবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গেলে প্রতিযোগীদের মানতে হয় বেশ কিছু নিয়ম।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ওয়েস্ট বেঙ্গল রাইফেল অ্যাসোসিয়েশনের সভাপতি বীরেন্দর কুমার ঢাল বলেন, “এখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বিভিন্ন ক্লাব থেকে এক হাজারের কাছাকাছি প্রতিযোগী অংশগ্রহণ করেছে। আমাদের এখানে পরিকাঠামো দেখে আগত প্রতিযোগীরা অত্যন্ত খুশি। প্রতিযোগিতায় ২৪ থেকে ২৯ তারিখ বিভাগে অংশগ্রহণকারী জয়ীদের পুরস্কার প্রদান করা হল এদিন। অন্যান্য বিভাগের প্রতিযোগিতায় জয়ীদের পুরস্কৃত করা হবে ৩১ তারিখ।”। কলকাতা থেকে এসেছেন মিহিতা দাস তিনি জানান “আমি ১০ মিটার এয়ার রাইফেল বিভাগে ছ’টি গোল্ড পেয়েছি, আমার এই বিভাগের প্রতিযোগিতাটি হয়েছিল ২৪ থেকে ২৯ অগাস্ট পর্যন্ত। এখানে পরিকাঠামো খুবই ভাল লেগেছে”।