আরও পড়ুন: মর্মান্তিক! ঘূর্ণিঝড়ের দাপটে মারণফাঁদ… মামাবাড়ি এসে খেলা করতে করতে প্রাণ গেল ১৩ বছরের কিশোরের
মৃতের নাম নন্দলাল ঘোড়ই। বয়স ৫২ বছর। হলদিয়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ড দুর্গাচক টাউনের কুমারচক এলাকার বাসিন্দা। গতকাল রাতে, ঝড়বৃষ্টি থামার পর তিনি বাড়ির বাইরে গিয়েছিলেন। বাড়িতে কেন বিদ্যুৎ নেই, তা খোঁজ করার জন্য ঘর থেকে বেরিয়েছিলেন নন্দলাল ঘোড়ই। ওই সময় বাড়ির কাছেই পড়ে থাকা একটি কেবল লাইনের তারে আচমকা হাত দিয়ে ফেলেন বলে পরিবারের দাবি। ওই কেবল লাইনে বিদ্যুৎ পরিষেবা সচল ছিল।
advertisement
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন নন্দলাল। প্রতিবেশীরা হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। নন্দলাল ঘোড়ই পেশায় রাজমিস্ত্রী ছিলেন। প্রিয়ংবদা বাজারে তাঁর ছোট একটি চায়ের দোকানও ছিল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 27, 2024 10:56 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Cyclone Remal Death Toll: রিমল ঘূর্ণিঝড়ে আরও এক মৃত্যু! ঝড় থামার পর বাইরে বেরিয়েই সব শেষ, সাইক্লোনে বাড়ছে বলির সংখ্যা
