Cyclone Remal Death News: মর্মান্তিক! ঘূর্ণিঝড়ের দাপটে মারণফাঁদ... মামাবাড়ি এসে খেলা করতে করতে প্রাণ গেল ১৩ বছরের কিশোরের
- Published by:Teesta Barman
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Cyclone Remal Death News: পরিবার-সহ স্থানীয় বাসিন্দারা মিলে ওই জলাশয় থেকে দীর্ঘক্ষণের চেষ্টায় কিশোরকে উদ্ধার করে। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। হাসপাতালে চিকিৎসকেরা কিশোরকে মৃত বলে ঘোষণা করেন।
শান্তিপুর: বৃষ্টির মধ্যে খেলার ছলে বৃষ্টির জমা জলে ডুবে মর্মান্তিক মৃত্যু এক কিশোরের। নদিয়ার সোনডাঙা থেকে শান্তিপুরে মামাবাড়ি বেড়াতে এসে রাস্তার পাশে মাটিকাটা গর্তে জমা জলে খেলা করতে গিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরের। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত অদ্বৈত লেন এলাকায়।
পরিবার সূত্রে খবর, দিন সাতেক আগে নদিয়ার বেথুয়াডহরি সোনডাঙার বাসিন্দা তৃতীয় শ্রেণির ছাত্র সুমন বাগচী তার মামার বাড়িতে আসে। এরপর প্রায় ১০ দিন ধরে মামার বাড়িতেই থাকছিল সে।
এরপর রবিবার রাত থেকেই ঘূর্ণিঝড় রিমলের জেরে সমগ্র নদিয়া জেলা জুড়ে শুরু হয় প্রাকৃতিক দুর্যোগ। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে দমকা হাওয়া। যার জেরে বিভিন্ন জায়গায় জমে যায় জল। কিশোরের মামাবাড়ির কাছেই খুঁড়ে রাখা হয়েছিল একটি বিশালাকার গর্ত। বৃষ্টির কারণে সেই গর্তে ভরাট হয়ে গিয়েছিল জল। এরপর সোমবার সকালে মামার ছেলের সঙ্গে খেলতে গিয়ে বৃষ্টির জলভর্তি ওই গর্তের কাছে যেতেই আচমকা সে জলে পড়ে যায়। তৎক্ষণাৎ তার মামার ছেলে ছুটে এসে পরিবারে খবর দেয়।
advertisement
advertisement
পরিবার-সহ স্থানীয় বাসিন্দারা মিলে ওই জলাশয় থেকে দীর্ঘক্ষণের চেষ্টায় কিশোরকে উদ্ধার করে। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। হাসপাতালে চিকিৎসকেরা কিশোরকে মৃত বলে ঘোষণা করেন।
খবর দেওয়া হয় মৃত ওই কিশোরের পরিবারকে। ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহানন্দ বিশ্বাস। দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। প্রাকৃতিক বিপর্যয় এবং রাস্তার পাশে মাটি কেটে তা ভর্তি না করার জন্যই আজ মৃত্যু হল কিশোরের, দাবি এলাকাবাসীর।
advertisement
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 27, 2024 5:09 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Cyclone Remal Death News: মর্মান্তিক! ঘূর্ণিঝড়ের দাপটে মারণফাঁদ... মামাবাড়ি এসে খেলা করতে করতে প্রাণ গেল ১৩ বছরের কিশোরের

