স্থানীয় এক গ্রামবাসী সূত্রে জানা গিয়েছে, প্রায় ৫০০ বছরেরও বেশি সময় ধরে এই পুজো হয়ে আসছে । এই প্রসঙ্গে উত্তর বেলগ্রামের স্থানীয় বাসিন্দা শম্ভুনাথ দত্ত বলেন, “আমাদের গ্রামের পুজো প্রায় ৫০০ বছরের। মাঘী পূর্ণিমায় পুজো হয়। দত্ত বংশের সেবায়িত রাধাকান্ত দত্তের এই পুজো শুরু করেন। প্রতিবছর এখনও পুজো হয়। “
advertisement
আরও পড়ুন: ট্রাকের চাকায় পিষে গেল মাথা, শ্বশুরবাড়ি থেকে নিমন্ত্রণ খেয়ে আর ফেরা হল না বাড়ি! ভয়ঙ্কর দুর্ঘটনা
প্রত্যেক বছরের মত এবছরেও ধুমধাম সহকারে অনুষ্ঠিত হয় উত্তর বেলগ্রামের পঞ্চানন পুজো । পুজো প্রাঙ্গণে উপচে পড়ে বহু মানুষের ভিড়। জানা গিয়েছে, বিভিন্ন সূত্রে গ্রামের বহু মানুষ বাইরে থাকলেও তাঁরা প্রত্যেকেই শুধুমাত্র এই পুজোতে ফিরে আসেন গ্রামে।
আরও পড়ুন: জঙ্গলে জোড়া দেহ! দুই নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে তুমুল চাঞ্চল্য
জানা গিয়েছে, প্রথমে গ্রামের মধ্যে অবস্থিত ছোট মন্দিরে পুজো হয় পঞ্চাননের। তারপর ঠিক দুপুর বেলায় সকল গ্রামবাসী পুজোর ডালি সাজিয়ে একে একে চলে যান মাঠে পঞ্চানন তলায়। স্থানীয় বাসিন্দা শম্ভুনাথ দত্ত আরও বলেন, “বাতাসা লুট সবথেকে বেশি আনন্দের। এর জন্য মেলাতে বহু মানুষ উপস্থিত হয়।” পাঁচদিন ধরে চলে মেলা । গ্রামের ছেলেরা নিজেরাই একদিন যাত্রা অনুষ্ঠানও করেন । এছাড়াও থাকে বাউল গান-সহ অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান।
বনোয়ারীলাল চৌধুরী