TRENDING:

500 Bhari Gold For Maa Durga: মা দুর্গা এখানে রাজনন্দিনী! গায়ে ৫-১০ ভরি নয়, ৫০০ ভরির সোনা-হিরের গয়না, কোথায় গেলে দেখতে পাবেন

Last Updated:

500 Bhari Gold For Maa Durga: ৫০০ ভরি সোনা ও হীরের গয়নায় সাজবেন মা দুর্গা! ১০৮ বছরের পুজো বারুইপুর পদ্মপুকুরে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বারুইপুর: দরজার কড়া নাড়ছে বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। আর তাই ফি বছরের মত কলকাতার পুজোগুলিকে টেক্কা পুজো দিতে তৈরি বারুইপুরেও।  তাই বারুইপুরের নামকরা পুজোগুলি তার মধ্যে অন্যতম। বারুইপুর পদ্মপুকুর ইউথ ক্লাব।
advertisement

এবারে তাদের ভাবনা পরম্পরা। বাঙালির ঐতিহ্য ও পরম্পরাকে বজায় রাখতেই এবারের তাদের ভাবনা পরম্পরা। বাঙালির পরম্পরাকে মন্ডপে বাস্তবায়িত করেছেন প্রখ্যাত শিল্পী গৌরাঙ্গ কুইল্লা। এবার শোলা ও ওর্নির পটচিত্রের কারুকার্যের মণ্ডপ হচ্ছে। সেখানে ৫০০ ভরি সোনা ও হীরের গয়নায় সাজবেন মা দুর্গা।

আরও পড়ুন- Super Over in Ind vs SL: নিয়মরক্ষার ম্যাচ গড়াল সুপার ওভারে, রুদ্ধশ্বাস খেলায় ভারতের অল উইন রেকর্ডে কালি লাগাতে পারল না শ্রীলঙ্কা. তবে ঝাঁঝ দেখাল দ্বীপ রাষ্ট্র

advertisement

শিল্পী গৌরাঙ্গ কুইল্যা বলেন, এখানে পরম্পরা থিম শোলার পটচিত্র এবং ওর্নি পেইন্টিংয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে। পুজো কমিটির কর্তা বলেন, এবারের পুজো ১০৮ বছরের। বিদ্যাসাগর ও মাদার টেরিজার জীবনীও চন্দননগরের আলোকসজ্জার মাধ্যমে তুলে ধরা হবে। পাশাপাশি নানা সামাজিক বার্তাও আলোকসজ্জায় ফুটে উঠবে। এবারের তাদের বিশেষ আকর্ষণ ৫০০ ভরি আসল সোনার গহনায় সুসজ্জিত দুর্গা মা।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শুধু মা দুর্গা নয় সঙ্গে লক্ষ্মী সরস্বতী পরনে সমস্ত গহনা থাকবে সোনা র। প্রতি বছরই এই সমস্ত এলাকার মানুষ একবার হলেও বারইপুর পদ্মপুকুর ইউথ ক্লাবের প্রতিমা দর্শন করতে। কারণ না দেখলে মিস তাই জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে ছুটে আসে। এই পুজোর ভার্চুয়াল উদ্বোধন করে রাজ্যের মুখ্যমন্ত্রী। এছাড়া ফিতে কাটার মধ্যে দিয়ে মন্ডপের দ্বারোঘাটন করেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়, যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ ও বলিউড ও টলিউডের চলচ্চিত্র অভিনেত্রী রাইমা সেন।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
500 Bhari Gold For Maa Durga: মা দুর্গা এখানে রাজনন্দিনী! গায়ে ৫-১০ ভরি নয়, ৫০০ ভরির সোনা-হিরের গয়না, কোথায় গেলে দেখতে পাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল