অভিযোগ জয়নগর থানার হরিনারপুর গ্রাম পঞ্চায়েতের নন্দনপুর গ্রাম লাগোয়া একটি দীর্ঘ ৫০ বছরের খাল রয়েছে, নন্দরপুর এলাকার চাষিদের জল সেচের জন্য এই খালটি ব্যবহার করা হত। মূলত এই খালের জল দিয়েই ওই সমস্ত এলাকার জমিতে চাষবাসকে এলাকার কৃষকরা। আর সেই খালটি রাতের অন্ধকারে জেসিবি দিয়ে খালের গতিপথ বন্ধ করে দিচ্ছেন হরিনারপুর গ্রামের বাসিন্দা ইসমাইল পাইক। খালের দুই দিকে আর গতিপথ আটকে রেখে মাটি ফেলে দেওয়া হয়েছে। সেই সঙ্গে ছোট খালের লাগোয়া বড় মাছ চাষের পুকুর তৈরি করে ফেলে। আর বাকি অংশ জুড়ে মাটি ফেলে ভরাট করা হয় পরবর্তীকালে সেই উঁচু জায়গায় গৃহ নির্মাণ ও বাগান তৈরির জন্য।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে এই ঘটনাটি জানাজানি হতেই নন্দনপুর গ্রামের বাসিন্দারা সরব হন। বিষয়টি হরিনাথপুর গ্রাম পঞ্চায়েত ও জয়নগর থানায় জানানো হয়। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান। ইতিমধ্যেই জয়নগর থানার পুলিশ আটক করেছে অভিযুক্ত ইসমাইল সিপাইকে।
সুমন সাহা





