South 24 Parganas News: হরিনাম সংকীর্তনের সুযোগকে কাজে লাগিয়ে সে-কি কীর্তি! মাস্টার মাইন্ড হোম স্টে কর্তৃপক্ষ, জড়িত বন দফতরও!

Last Updated:

গ্রামে চলছিল হরিনাম সংকীর্তন, আর সেই সুযোগেই করে ফেলে এমন কর্মকাণ্ড

+
কাটা

কাটা হয়েছে ম্যানগ্রোভ

সুন্দরবন: হোম স্টে থেকে বসে নদী দেখার জন্য নির্বিচারে কাটা হল ম্যানগ্রোভ৷ অভিযোগ একটি হোম স্টের কতৄপক্ষের বিরুদ্ধে৷ যদিও অভিযোগ অস্বীকার হোম স্টে কতৄপক্ষের। রাতের অন্ধকারে ম্যানগ্রোভ কেটে সাফ৷ এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য কুলতলির গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায়৷ ঘটনায় উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি৷ এই দুর্নীতির সঙ্গে বন দফতরের কর্মীরাও এর সঙ্গে জড়িত বলে অভিযোগ৷ অভিযোগ খতিয়ে দেখা হবে বলে আশ্বাস প্রশাসনের ৷
কুলতলি ব্লকের গোপালগঞ্জে হোম স্টের সুবিধার্থে ম্যানগ্রোভ কাটার অভিযোগ স্থানীয় বাসিন্দাদের৷ তাদের বক্তব্য, এই মাতলা নদীর এই জায়গা ভাঙন প্রবণ এলাকা৷ মাঝেমধ্যেই এই জায়গা ভেঙে জল ঢুকে যায় গ্রামে৷ ভাঙন রুখতে বিধায়ক গনেশ চন্দ্র মন্ডলের প্রচেষ্টায় ও সরকারি উদ্যোগে এখানে গাছ লাগিয়েছিলেন এলাকার বাসিন্দারাই৷ সেই সমস্ত গাছ কেউ বা কারা নির্বিচারে রাতের অন্ধকারে কেটেছে বলে অভিযোগ৷ গ্রামে হরিনাম সংকীর্তন হচ্ছিল৷ সবাই সেখানে ব্যস্ত ছিল৷ সেই সুযোগে এই সমস্ত গাছ কেটে নেওয়া হয়েছে৷ গ্রামবাসীরা সকালে উঠে দেখেন একটাও গাছ নেই৷ এই ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য এলাকায়৷
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অভিযোগ হোম স্টে থেকে বসে নদী দেখার জন্য নির্বিচারে কাটা হয়েছে ম্যানগ্রোভ৷ অভিযোগ একটি হোম স্টের কতৄপক্ষের বিরুদ্ধে৷ যদিও অভিযোগ অস্বীকার হোম স্টে কতৄপক্ষের। এই ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে অভিযোগের আঙুল বিরোধীদের৷ বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখার আশ্বাস প্রশাসনের পক্ষ থেকে৷ এই বিষয়ে কুলতলি পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মাধ্যক্ষ শাহাজাদ শেখ জানান, এই বিষয়ে তদন্তের জন্য বন দফতরকে নির্দেশ দেওয়া হবে৷ কেউ যুক্ত থাকলে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি৷
advertisement
সুমন সাহা
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: হরিনাম সংকীর্তনের সুযোগকে কাজে লাগিয়ে সে-কি কীর্তি! মাস্টার মাইন্ড হোম স্টে কর্তৃপক্ষ, জড়িত বন দফতরও!
Next Article
advertisement
Amartya Sen Hearing Notice: মায়ের সঙ্গে বয়সের ব্যবধান ১৫ বছরের কম! অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়িতে গেল কমিশনের নোটিস
মায়ের সঙ্গে বয়সের ব্যবধান ১৫ বছরের কম! অমর্ত্য সেনের বাড়িতে নোটিস দিয়ে এল কমিশন
  • অমর্ত্য সেনের বাড়িতে নির্বাচন কমিশনের দল৷

  • এসআইআর শুনানিতে হাজিরা দিতে নোটিস৷

  • অমর্ত্য সেনকে শুনানিতে ডাক, গতকালই দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement