South 24 Parganas News: হরিনাম সংকীর্তনের সুযোগকে কাজে লাগিয়ে সে-কি কীর্তি! মাস্টার মাইন্ড হোম স্টে কর্তৃপক্ষ, জড়িত বন দফতরও!

Last Updated:

গ্রামে চলছিল হরিনাম সংকীর্তন, আর সেই সুযোগেই করে ফেলে এমন কর্মকাণ্ড

+
কাটা

কাটা হয়েছে ম্যানগ্রোভ

সুন্দরবন: হোম স্টে থেকে বসে নদী দেখার জন্য নির্বিচারে কাটা হল ম্যানগ্রোভ৷ অভিযোগ একটি হোম স্টের কতৄপক্ষের বিরুদ্ধে৷ যদিও অভিযোগ অস্বীকার হোম স্টে কতৄপক্ষের। রাতের অন্ধকারে ম্যানগ্রোভ কেটে সাফ৷ এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য কুলতলির গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায়৷ ঘটনায় উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি৷ এই দুর্নীতির সঙ্গে বন দফতরের কর্মীরাও এর সঙ্গে জড়িত বলে অভিযোগ৷ অভিযোগ খতিয়ে দেখা হবে বলে আশ্বাস প্রশাসনের ৷
কুলতলি ব্লকের গোপালগঞ্জে হোম স্টের সুবিধার্থে ম্যানগ্রোভ কাটার অভিযোগ স্থানীয় বাসিন্দাদের৷ তাদের বক্তব্য, এই মাতলা নদীর এই জায়গা ভাঙন প্রবণ এলাকা৷ মাঝেমধ্যেই এই জায়গা ভেঙে জল ঢুকে যায় গ্রামে৷ ভাঙন রুখতে বিধায়ক গনেশ চন্দ্র মন্ডলের প্রচেষ্টায় ও সরকারি উদ্যোগে এখানে গাছ লাগিয়েছিলেন এলাকার বাসিন্দারাই৷ সেই সমস্ত গাছ কেউ বা কারা নির্বিচারে রাতের অন্ধকারে কেটেছে বলে অভিযোগ৷ গ্রামে হরিনাম সংকীর্তন হচ্ছিল৷ সবাই সেখানে ব্যস্ত ছিল৷ সেই সুযোগে এই সমস্ত গাছ কেটে নেওয়া হয়েছে৷ গ্রামবাসীরা সকালে উঠে দেখেন একটাও গাছ নেই৷ এই ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য এলাকায়৷
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অভিযোগ হোম স্টে থেকে বসে নদী দেখার জন্য নির্বিচারে কাটা হয়েছে ম্যানগ্রোভ৷ অভিযোগ একটি হোম স্টের কতৄপক্ষের বিরুদ্ধে৷ যদিও অভিযোগ অস্বীকার হোম স্টে কতৄপক্ষের। এই ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে অভিযোগের আঙুল বিরোধীদের৷ বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখার আশ্বাস প্রশাসনের পক্ষ থেকে৷ এই বিষয়ে কুলতলি পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মাধ্যক্ষ শাহাজাদ শেখ জানান, এই বিষয়ে তদন্তের জন্য বন দফতরকে নির্দেশ দেওয়া হবে৷ কেউ যুক্ত থাকলে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি৷
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: হরিনাম সংকীর্তনের সুযোগকে কাজে লাগিয়ে সে-কি কীর্তি! মাস্টার মাইন্ড হোম স্টে কর্তৃপক্ষ, জড়িত বন দফতরও!
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement