TRENDING:

লালগড়ে তাণ্ডবলীলা চালাচ্ছে দলমার ৫০ দামাল !

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লালগড়: ঝাড়গ্রামের বিভিন্ন গ্রামে হাতির তাণ্ডবে আতঙ্কে মানুষজনেরা! ৩০টি হাতির একটি দল লালগড় লাগোয়া চাঁদড়ায় উপদ্রব চালাচ্ছিল বিগত বেশ কয়েকদিন ধরেই! এবার লালগড়ে হানা দিল দলমার দাঁতালদের অন্য আরেকটি দল। দলে বড়–ছোট মিলিয়ে রয়েছে ২২টি হাতি। কাঁসাই নদী পেরিয়ে রামগড় ও বিনপুরের মালাবতি হয়ে তারা ঢুকে পড়ে লালগড়ের জঙ্গলে। দলে দুটি বাচ্চা হাতিও রয়েছে। আগেই ৩০টি হাতির তাণ্ডবলীলায় অতিষ্ট হয়ে পড়েছিল ঝাড়গ্রামবাসী! এবার যোগ হল আরও ২২টি হাতি! সবমিলিয়ে ঝাড়গ্রামে এখন রাজ চালাচ্ছে মোট ৫০টি দামাল হাতি! মাথায় হাত এলাকাবাসীদের!
advertisement

অবাধে লুঠপাট চালাচ্ছে হাতির এই বিশাল দল! লক্ষণপুর, হাতিলোট এলাকায় শশাখেত, রোয়া ধান নষ্ট করছে, সিজুয়ায় ওষধি বাগানেরও দফারফা করেছে! মেদিনীপুর বনবিভাগের ডিএফও রবীন্দ্রনাথ সাহা বলেন, ‘‌চাঁদড়ার ৩০টি হাতিকে জঙ্গলে রাখা হয়েছিল। ফের ২২টি হাতি ঢুকে পড়ায় বিপত্তি বেড়েছে। সতর্ক করা হয়েছে বনরক্ষা কমিটিকে। হুলা পার্টিকেও তলব করা হয়েছে।’‌

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

আরও পড়ুন-‘টাকা দিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে বিজেপি’, ঝাড়গ্রামে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
লালগড়ে তাণ্ডবলীলা চালাচ্ছে দলমার ৫০ দামাল !