‘টাকা দিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে বিজেপি’, ঝাড়গ্রামে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Last Updated:
বৃহস্পতিবার, সেই জঙ্গলমহলে গিয়েই গেরুয়া শিবিরকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
#ঝাড়গ্রাম: পঞ্চায়েত ভোটের পর লোকসভা নির্বাচনেও জঙ্গলমহলে তৃণমূলকে ধাক্কা দিতে চায় বিজেপি। বৃহস্পতিবার, সেই জঙ্গলমহলে গিয়েই গেরুয়া শিবিরকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘একটা দল ঢুকেছে। ভোটের সময় ভুল বোঝাচ্ছে। এক হাজার টাকা দিয়ে বলছে, ভোটটা আমায় দাও ৷’
এবারের পঞ্চায়েত ভোটে জঙ্গলমহলের অনেক জায়গাতেই ফুটেছে পদ্ম। এই ফলাফলকে সামনে রেখেই লোকসভা ভোটের জন্য ঝাঁপাচ্ছে বিজেপি। কখনও পুরুলিয়ায় এসে সভা করছেন অমিত শাহ ৷ বিজেপি যখন কোমর বেঁধে টার্গেট করছে জঙ্গলমহলের আদিবাসী ভোটব্যাঙ্ককে, তখন সেই জঙ্গলমহলে গিয়েই বিজেপিকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর তোপ, ‘বিজেপি দাঙ্গাবাজদের দল ৷ টাকা দিয়ে ভোট কিনছে একটা দল ৷ মাওবাদীদের আমরা ঢুকতে দেয়নি ৷ ঝাড়খণ্ড থেকে আবার চেষ্টা চলছে ৷ মাওবাদী ঢোকানোর চেষ্টা চলছে ৷’
advertisement
আরও পড়ুন
advertisement
বৃহস্পতিবার, ঝাড়গ্রামের সভা থেকে বিজেপির বিরুদ্ধে ফের ভেদাভেদের রাজনীতির অভিযোগকে হাতিয়ার করেন মমতা। বলেন, ‘ভাগাভাগির রাজনীতি করে বিজেপি ৷ টাকা দিয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে ৷ রাজ্যে জাতিবিদ্বেষ ছড়ানো হচ্ছে ৷ চক্রান্ত, ষড়যন্ত্রের জায়গা নেই রাজ্যে ৷’
advertisement
মোদি সরকারের আমলে দেশের নানা প্রান্তে গণপিটুনির ঘটনা ঘটেই চলেছে। এ নিয়েও এ দিন সুর চড়ান মমতা। ‘এই সরকার থাকলেই ভাল থাকবেন। আরেকটা সরকার তো দেখছেন। কীভাবে দলিত, আদিবাসী, সাধারণ মানুষের উপর লিঞ্চিং হচ্ছে,’ মন্তব্য মুখ্যমন্ত্রীর ৷
লোকসভা ভোটের আগে তৃণমূল ও বিজেপি, দুই দলেরই পাখির চোখ জঙ্গলমহল। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ।
Location :
First Published :
August 09, 2018 9:28 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
‘টাকা দিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে বিজেপি’, ঝাড়গ্রামে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়