গোপন সূত্রে পুলিশের কাছে এই খবর পৌঁছতেই হানা দেয় বিশেষ দল। জিজ্ঞাসাবাদ করে জানা যায় আগ্নেয়াস্ত্র বিক্রির উদ্দেশেই ঘুরছিলেন তারা। এদিন তাদের ১০ দিনের পুলিশি হেফাজত চেয়ে বারাসাত আদালতে পাঠানো হয়েছে। অপরদিকে গোবরডাঙা থানা এলাকায় দমকল মোড় থেকে পারভেজ মন্ডল নামে বছর কুড়ির এক যুবককে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় আগ্নেয়াস্ত্র বিক্রির উদ্দেশে ঘুরছিল সেও।
advertisement
এর পাশাপাশি, রঘুনাথপুর এলাকা থেকে সাইদুর মন্ডর নামে বছর ২৩ এর আর এক যুবককেও গ্রেফতার করা হয় আগ্নেয়াস্ত্র সহ। তাকে জেরা করেই পুলিশ সানুয়াজ মন্ডল নামে বছর ৩৫ এর আরেক যুবকের হদিস পান রঘুনাথপুরে। তার বাড়ি থেকে উদ্ধার হয় কার্তুজ সহ দুটি আগ্নেয়াস্ত্র। ধৃতদের পাঁচদিনের পুলিশ হেফাজত চেয়ে বারাসাত আদালতে পাঠানো হয়েছে।
তবে এই ঘটনায় পুলিশের সাফল্য মিললেও প্রশ্ন উঠছে তবে কি অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে এই সকল থানা এলাকায়? যদি এলাকা এলাকার আইন শৃঙ্খলার পরিস্থিতি ও নিরাপত্তা ঠিক রয়েছে। যদিও স্থানীয়রা পুলিশি নিরাপত্তা আরও জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।