পূর্ব বর্ধমান জেলার বর্ধমান-২ ব্লকের বড়শুল-২ পঞ্চায়েতের বেলনা গ্রামে ভাঙা ব্রিজ এলাকাবাসীর আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। বহু বছর আগে তৈরি হওয়া এই ব্রিজ আর কোনদিন সংস্কার হয়নি। বর্তমানে ব্রিজের গার্ডওয়াল ভেঙে পড়েছে। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল পড়ুয়ারা।
আরও পড়ুন: ব্যবসায়ীদের উপর চড়াও! অভিযোগ উঠতেই ৬ বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল
advertisement
মানিকহাটি বেলনা, টোটপাড়া গ্রামে যাওয়ার যোগাযোগের সহজ পথ এইটা। অন্যদিকে বেলনা গ্রামের চাষিদের জমির ফসল আনতে হয় এই পথে। এলাকাবাসীর অভিযোগ, বর্ষার জেরে ব্রিজে ওঠার রাস্তা ভেঙে গেছে। উচ্চতার কারণে গ্রামবাসীদের ব্রিজ উঠতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। গ্রামবাসীরা অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ এবং ব্রিজ সংস্কারের দাবি জানিয়েছেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বড়শুল-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান রমেশচন্দ্র সরকার বলেন, ব্রিজটি সেচ দফতরের অধীনে। ওই সেচ খাল দিয়ে একসময় লঞ্চ যেত তাই ব্রিজটি অনেকটাই উঁচু। এখন যদি ব্রিজটি নিচু করা যায় তাহলে এলাকাবাসীর অনেক সুবিধা হবে। সেচ দফতরকে আগে বলা হয়েছিল, কিন্তু কোনও কাজ হয়নি। আবার আমরা বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। ব্রিজটি হলে বহু মানুষ উপকৃত হবেন।