ঘটনাটি গত মঙ্গলবারের। তোয়েব আলি কাজে বেরিয়ে যেতেই দুপুরে বাড়ি আসেম মাফুজা পিয়াদার প্রেমিক আবুল হোসেন। প্রেমিকের সঙ্গে নতুন করে ঘর বাঁধার স্বপ্ন দেখেন ওই মহিলা। তাদের বিয়ের সিদ্ধান্তে প্রধান সমস্যা হয়ে দাঁড়ায় ৪ বছরের ছেলে। তাই দীর্ঘক্ষণ আলোচনার পর স্বামীকে ছেড়ে পালিয়ে গেলেও ছোট ছেলেটিকে প্রাণে মারার সিধান্ত নেয় মাফুজা ও আবুল। নিজের বিবাহ বহির্ভূত সম্পর্ককে সফল করতে মা ও তার প্রেমিক মিলে খুন করে ৪ বছরের ছেলেকে। ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
advertisement
আরও পড়ুনঃ South 24 Parganas News: কল থেকে বেরোচ্ছে কেঁচো! কাজে ফাঁকি দেওয়ায় গ্রেফতার তিন
শিশুটির মৃত্যুর খবর পেলে প্রতিবেশী মাফুজা পিয়াদাকে জিজ্ঞাসাবাদ করে। কোনও সদুত্তর না দিতে পারায় এলাকার লোকজন মারধর শুরু করে। পরে সে জানায় তার প্রেমিক খুন করেছে নিজের সন্তানকে। শিশুটির দেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া যায়। কুলতলি থানার। পুলিশ ঘটনাস্থলে পৌছে শিশুটির মৃতদেহ উদ্ধার করে ও তার মাকে গ্রেফতার করে। ঘটনার পর থেকেই পালাতক ছিলেন প্রেমিক। হস্পতিবার রাতে গাজির মোড় এলাকা থেকে আবুল হোসেনকেও গ্রেফতার করে পুলিশ। ধৃতদের কঠিন শাস্তির দাবি জানিয়েছে পরিবার ও স্থানীয়রা।
Arpan Mondal