আরও পড়ুন: চারিদিকে বিয়ের মরশুম তবুও ফুল বাজারে দাম নেই! মাথায় হাত ফুলচাষিদের
প্রথমে জেলা বইমেলার তরফ থেকে পদযাত্রার আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন স্কুলের পড়ুয়ারা অংশগ্রহণ করে। তারপর পতাকা উত্তোলনের মাধ্যমে বইমেলার শুভ সূচনা হয়। ২২ ডিসেম্বর পর্যন্ত বইমেলা চলবে। প্রতিদিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতবছর শান্তিপুরের পাবলিক লাইব্রেরী ময়দানে এই বইমেলার আয়োজন করা হয়েছিল। তবে এবছর ফের কৃষ্ণনগরেই বইমেলাকে ফিরিয়ে আনা হয়েছে। কলকাতার ৭৫ টি পাবলিশার্স এসেছে এবছর।
advertisement
আরও পড়ুন: হাতের কাছে পিকনিক স্পট! নামমাত্র খরচে কলকাতা থেকে যেতে পারেন নিমেষে, দেখুন
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নদিয়া জেলায় মোট তিন ধরনের গ্রন্থাগার রয়েছে। ৯৯ টি গ্রামীণ গ্রন্থাগার, দশটি শহর গ্রন্থাগার ও একটি জেলা গ্রন্থাগার। প্রতিটি গ্রামীণ গ্রন্থাগার ১৫ হাজার টাকার বই কিনবে। অর্থাৎ শুধু গ্রামীণ গ্রন্থাগারই ১৪ লক্ষ্য ৮৫ হাজার টাকার বই কিনছে। প্রতিটি শহর গ্রন্থাগার ১৮ হাজার টাকার বই কিনবে। অর্থাৎ শহর গ্রন্থাগার একলক্ষ আশি হাজার টাকার বই কিনবে। আর জেলা গ্রন্থাগার ৪৪ জার টাকার বই কিনছে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
সব মিলিয়ে ১৭ লক্ষ টাকার বেশি বই কেনা হচ্ছে এবারের জেলা বইমেলায়।
Mainak Debnath