আরও পড়ুন: শ্রীকৃষ্ণের জন্মভূমির কেকের স্বাদে মাত খাদ্য রসিক বাঙালি! খেয়েছেন নাকি
বাঁকুড়া শহরের সতীঘাট এলাকার নব নির্মিত গন্ধেশ্বরী সেতুর কাছে এই বিশালাকার পোস্টারটি লাগানো হয়েছে। পাশেই রয়েছে শতাধিক বছরেরও প্রাচীন রাম মন্দির এবং হনুমান মন্দির। রবিবার থেকেই শুরু হয়ে গিয়েছিল তোড়জোড়। রাম নাম সহযোগে লাগানো হয় ৩৫ ফুটের রামের ছবি। রাতেও ধরা পড়ে বিশেষ প্রস্তুতি। আলোয় ঝলমল করছে দুই মন্দির। পরিষ্কার করা হচ্ছে রাম মন্দির। বাঁকুড়ার মানুষদের জন্যেই এই আয়োজন এমনটাই জানান উদ্যোক্তারা।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
বাঁকুড়া শহরের ব্যস্ততম এলাকা সতীঘাট। নব নির্মিত গন্ধেশ্বরী সেতুর উপর দিয়ে নিত্য যাতায়াত হাজার হাজার মানুষের। সেই কারণেই এই এলাকায় বড় এই ছবি নজর কাড়ছে সকলের। মাড়োয়ারি সমাজের ব্রাহ্মণরা করছে রামের নাম পাঠ। ১২৫ বছর পুরোনো রাম মন্দির এবং হনুমান মন্দিরের কর্তৃপক্ষ সঙ্গে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় শ্রী রামচন্দ্র উৎসব উৎযাপন কমিটির মাধ্যমে নেওয়া হয়েছে এই উদ্যোগ। উদ্যোক্তা সৌগত পাত্র জানান, রামচন্দ্রকে ঘিরেই সব কিছু থাকছে এদিন। যজ্ঞ, পুজো, রাম নাম পাঠ, প্রদীপ প্রজ্জ্বলন এবং প্রসাদ বিতরণ। বোঝাই যাচ্ছে যে বাঁকুড়া জেলায় রামমন্দির ঘিরে উন্মাদনা তুঙ্গে।
নীলাঞ্জন ব্যানার্জী