গাড়ির চালক সহ চার আরোহীকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় চিকিৎসা করাতে কলকাতা যাচ্ছে। গাড়িতে তল্লাশি করে সিটের তলা থেকে একাধিক ছোট ছোট প্যাকেট উদ্ধার হয়। পরে জানা যায় উদ্ধার হওয়া প্যাকেটগুলি গাঁজা ভর্তি আছে। গাড়িতে চালক সহ চারজনকে পুলিশ গ্রেফতার করে।
আরও পড়ুন: এনআইএ-ইডি'র যৌথ হানা কলকাতা সহ গোটা দেশে, নিশানায় পিএফআই! তোলপাড়
advertisement
ধৃত তিন মহিলা পারুল সিকদার, দুর্গা শিকদার, আলোরানি সূত্রধরের বাড়ি নদীয়া জেলায় কৃষ্ণগঞ্জ থানা এলাকায় এবং গাড়ির চালক রকি পালের বাড়ি মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানা এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান, প্যাকেট করা গাঁজা মণিপুর থেকে সড়ক পথে উত্তরবঙ্গ হয়ে সালার স্টেশনে পৌঁছায়।
আরও পড়ুন: টাকা নিয়ে প্রাইমারিতে চাকরি দেওয়া হচ্ছে, সব জানতেন পার্থ! চাঞ্চল্যকর তথ্য
সালার থেকে এই মহিলা পাচারকারীর দল পুলিশের চোখে ধুলো দিতে প্রাইভেট গাড়ি করে কলকাতার উদ্দেশে নিয়ে যাচ্ছিল। হাত বদলের আগেই পুলিশের হাতে ধরা পড়ল গাঁজা সহ পাচারকারী দল। ধৃত চার জনের মধ্যে তিনজনকে নিজেদের হেফাজতে চেয়ে কেতুগ্রাম থানার পুলিশ আজ বর্ধমানের এনডিপিএস আদালতে পেশ করবে। গাঁজা পাচারকারী দলের কিংপিনের খোঁজে পুলিশ তদন্ত শুরু করছে।
---রণদেব মুখোপাধ্যায়