TRENDING:

ভিতরে ৩ মহিলা, প্রাইভেট কার থামাল পুলিশ! যা মিলল সিটের নীচে, চক্ষু চড়কগাছ সকলের

Last Updated:

West Bengal Police: গাড়ির চালক সহ চার আরোহীকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় চিকিৎসা করাতে কলকাতা যাচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কাটোয়া: প্রাইভেট গাড়ি করে গাঁজা পাচারের সময় পুলিশের হাতে গ্রেফতার তিন মহিলা সহ চার পাচারকারী। ৩৩ কেজি গাঁজা সহ একটি চার চাকা গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। কেতুগ্রাম থানার পাঁচুন্দি মোড়ের কাছে বুধবার রাতের ঘটনা। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাত সাড়ে আটটা নাগাদ সালার- কাটোয়া রাজ্য সড়কের পাঁচুন্দি মোড়ের কাছে পুলিশ একটি লাল রঙের চারচাকা প্রাইভেট গাড়িকে আটক করে। এরপরই শুরু হয় তল্লাশি।
ফাইল ছবি
ফাইল ছবি
advertisement

গাড়ির চালক সহ চার আরোহীকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় চিকিৎসা করাতে কলকাতা যাচ্ছে। গাড়িতে তল্লাশি করে সিটের তলা থেকে একাধিক ছোট ছোট প্যাকেট উদ্ধার হয়। পরে জানা যায় উদ্ধার হওয়া প্যাকেটগুলি গাঁজা ভর্তি আছে। গাড়িতে চালক সহ চারজনকে পুলিশ গ্রেফতার করে।

আরও পড়ুন: এনআইএ-ইডি'র যৌথ হানা কলকাতা সহ গোটা দেশে, নিশানায় পিএফআই! তোলপাড়

advertisement

ধৃত তিন মহিলা পারুল সিকদার, দুর্গা শিকদার, আলোরানি সূত্রধরের বাড়ি নদীয়া জেলায় কৃষ্ণগঞ্জ থানা এলাকায় এবং গাড়ির চালক রকি পালের বাড়ি মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানা এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান, প্যাকেট করা গাঁজা মণিপুর থেকে সড়ক পথে উত্তরবঙ্গ হয়ে সালার স্টেশনে পৌঁছায়।

আরও পড়ুন: টাকা নিয়ে প্রাইমারিতে চাকরি দেওয়া হচ্ছে, সব জানতেন পার্থ! চাঞ্চল্যকর তথ্য

advertisement

সালার থেকে এই মহিলা পাচারকারীর দল পুলিশের চোখে ধুলো দিতে প্রাইভেট গাড়ি করে কলকাতার উদ্দেশে নিয়ে যাচ্ছিল। হাত বদলের আগেই পুলিশের হাতে ধরা পড়ল গাঁজা সহ পাচারকারী দল। ধৃত চার জনের মধ্যে তিনজনকে নিজেদের হেফাজতে চেয়ে কেতুগ্রাম থানার পুলিশ আজ বর্ধমানের এনডিপিএস আদালতে পেশ করবে। গাঁজা পাচারকারী দলের কিংপিনের খোঁজে পুলিশ তদন্ত শুরু করছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

---রণদেব মুখোপাধ্যায়

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভিতরে ৩ মহিলা, প্রাইভেট কার থামাল পুলিশ! যা মিলল সিটের নীচে, চক্ষু চড়কগাছ সকলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল