TRENDING:

বারাকপুর-বারাসত রোড সম্প্রসারণে বড় বাধা ৩০০ প্রাচীন গাছ! উপায় অনিশ্চিত

Last Updated:

বারাকপুর-বারাসত রাস্তা সম্প্রসারণে ৩০০ প্রাচীন গাছ বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। ফলে রাস্তা সম্প্রসারণের কাজ কার্যত অনিশ্চিত। বারাকপুর শিল্পাঞ্চলের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ রাস্তা বারাকপুর-বারাসত রোড সম্প্রসারণে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ৩০০টিরও বেশি প্রাচীন গাছ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শুভজিৎ সরকার, বারাকপুর: বারাকপুর-বারাসত রাস্তা সম্প্রসারণে ৩০০ প্রাচীন গাছ বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। ফলে রাস্তা সম্প্রসারণের কাজ কার্যত অনিশ্চিত। বারাকপুর শিল্পাঞ্চলের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ রাস্তা বারাকপুর-বারাসত রোড সম্প্রসারণে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ৩০০টিরও বেশি প্রাচীন গাছ। এই রাস্তা বারাকপুর মহকুমাকে জেলা সদর বারাসতের সঙ্গে যুক্ত করে এবং কল্যাণী এক্সপ্রেসওয়ে ও ১২ নম্বর জাতীয় সড়কের মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগস্থল হিসেবে কাজ করে।
বারাকপুর-বারাসত রোড সম্প্রসারণে ৩০০ প্রাচীন গাছ বড় বাধা, উপায় অনিশ্চিত
বারাকপুর-বারাসত রোড সম্প্রসারণে ৩০০ প্রাচীন গাছ বড় বাধা, উপায় অনিশ্চিত
advertisement

আরও পড়ুন: ‘বিজেপির লোকেরাই সবথেকে বেশি মৃ*ত্যুদণ্ড পাবে’, বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়!

স্থানীয় বিধায়ক, পুরসভা ও অন্যান্য জনপ্রতিনিধিরা বহুদিন ধরেই রাস্তাটি চওড়া করার দাবিতে সরব ছিলেন। পূর্ত দফতর সেই আবেদনে সাড়া দিয়ে সম্প্রসারণ পরিকল্পনা অনুমোদন করেছে। প্রথম পর্যায়ে লালকুঠি থেকে ওয়্যারলেস মোড় পর্যন্ত প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে রাস্তা সম্প্রসারণের কাজ শুরু হচ্ছে, যেখানে বিদ্যুৎ স্তম্ভ সরাতে ৬ কোটি টাকা ব্যয় হবে। তবে বড় সমস্যার মুখে পড়েছে ওয়্যারলেস মোড় থেকে হেলাবটতলা পর্যন্ত অংশটি, যেখানে প্রায় ৩০০টি পুরনো ও বড় গাছ রয়েছে। পরিবেশগত কারণ ও আইনি জটিলতায় সেগুলি কাটা বা স্থানান্তর করা সম্ভব নয় বলেই জানাচ্ছে পূর্ত দফতর। আপাতত বর্তমান সাত মিটার প্রস্থ রক্ষা করেই পেভার ব্লক বসিয়ে সংস্কার চালানো হচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

গাছগুলির ভবিষ্যৎ নিয়ে এখনও কোনও সমাধানসূত্র পাওয়া যায়নি। চারিদিকের চক্রান্ত করে কেটে ফেলা হচ্ছে গাছেদের ,বুজিয়ে ফেলা হচ্ছে নদী, পুকুর। এই শতাব্দী প্রাচীন গাছগুলো বাঁচিয়ে রাখা আমাদের ও প্রশাসনের দায়বদ্ধতা।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বারাকপুর-বারাসত রোড সম্প্রসারণে বড় বাধা ৩০০ প্রাচীন গাছ! উপায় অনিশ্চিত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল