TRENDING:

খাটে বসে খেলছিল একরত্তি! হঠাৎ মা দেখলেন সে নেই! পাঁচতলার স্লাইডার জানলাটা ফাঁক...ভয়ঙ্কর!

Last Updated:

 দুপুরে শিশুটির বাবা সোমনাথ পোড়েল ঘরে বসে দুপুরের খাবার খাচ্ছিলেন। খাটে বসে খেলছিল তিন বছরের শিশুটি। মা শিশুটির বাবাকে খেতে দিয়ে হাত ধুতে যাবার ফাঁকে মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার তদন্ত শুরু করেছে দাসনগর থানার পুলিশ। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দাসনগর, রাকেশ মাইতি: খেলায় মত্ত শিশু পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু, মর্মান্তিক ঘটনা হাওড়ায়! শিশু মৃত্যুকে কেন্দ্র করে শোকের ছায়া এলাকায়। মঙ্গলবার বিকেলে দাসনগর বালুটিকুরী নস্কর পাড়ার ঘটনা।
স্লাইডার জানলা থেকে পড়ে মৃত্যু তিন বছরের শিশুর
স্লাইডার জানলা থেকে পড়ে মৃত্যু তিন বছরের শিশুর
advertisement

জানা যায়, খেলার সময় পাঁচতলার ঘরের জানলা দিয়ে রাস্তায় পড়ে মৃত্যু তিন বছরের শিশুর। মঙ্গলবার তিন বছরের অভয়, পাঁচতলার ঘরে জানলা ঘেঁষা খাটে বসে খেলছিল। খাটের সঙ্গেই লেগে রয়েছে স্লাইডিং জানলা। সেই জানালায় ছিল না গ্রিল। খেলতে খেলতে আচমকাই শিশুটি ওই খোলা জানলার কাছে চলে আসে। সেই জানলার স্লাইডার খোলা থাকায় ঘটে যায় দুর্ঘটনা। পাঁচতলা ঘরের খোলা জানালা দিয়ে নিচে পড়ে যায় শিশুটি।

advertisement

‘বাড়াবাড়ি’ করে ফেললেন জীতুই? সমস্ত চ্যাট ফাঁসের পর দিতিপ্রিয়া বললেন, ‘পাত্তা পায়নি বলেই…’!

‘দেখি ম্যাডাম টিকিটটা?’ TTE ধরতেই মহিলা, ‘দেখছেন না আমার অবস্থা!’ বলেই দিলেন ছুট, বিরাট ‘নাটক’ তার পর!  

স্থানীয়দের কথায় জানা যায়, আচমকা একটি ধপ করে শব্দ। ঘুরে দেখতেই চোখে পড়ে শিশুটি রাস্তার উপর পড়ে রয়েছে। দেখা মাত্র, স্থানীয় এক মহিলা সহ প্রতিবেশীরা এগিয়ে আসেন শিশুটিকে উদ্ধার করে একটি দোকানে তুলে জল দেওয়ার চেষ্টা করেন।

advertisement

বাড়ির উপর থেকে শিশুটির বাবা, মা-সহ পরিবারের অন্যান্য সদস্যরা ছুটে আসেন। গুরুতর অবস্থায় পরিবারের সদস্য ও স্থানীয় মানুষ শিশুটিকে আন্দুল রোডের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। শিশুটি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিল। কয়েক ঘন্টা চিকিৎসা চলার পর শিশুটির ওই হাসপাতালে মৃত্যু হয়।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

দুপুরে শিশুটির বাবা সোমনাথ পোড়েল ঘরে বসে দুপুরের খাবার খাচ্ছিলেন। খাটে বসে খেলছিল তিন বছরের শিশুটি। মা শিশুটির বাবাকে খেতে দিয়ে হাত ধুতে যাবার ফাঁকে মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার তদন্ত শুরু করেছে দাসনগর থানার পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
খাটে বসে খেলছিল একরত্তি! হঠাৎ মা দেখলেন সে নেই! পাঁচতলার স্লাইডার জানলাটা ফাঁক...ভয়ঙ্কর!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল