'দেখি ম্যাডাম টিকিটটা?' TTE ধরতেই মহিলা, 'দেখছেন না আমার অবস্থা!' বলেই দিলেন ছুট, বিরাট 'নাটক' তার পর!
- Published by:Tias Banerjee
Last Updated:
TTE ও টিকিটবিহীন মহিলার সংঘর্ষ: আপনি আমার অসহায়তা বুঝছেন না! — রেলস্টেশনে এক মহিলাকে টিকিট ছাড়া ঢুকতে দেখে যখন টি.টি.ই তাকে ধরে ফেলেন, শুরু হয় উত্তেজনাপূর্ণ নাটক। ঘটনাটির ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ভারতের মতো বিশাল জনসংখ্যার দেশে ট্রেন যাত্রা শুধু একটি চলাচলের মাধ্যম নয়, বরং এক গুরুত্বপূর্ণ সামাজিক অভ্যাস। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ রেলপথে যাতায়াত করেন, আর এই বিশাল ব্যবস্থাকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য রয়েছে কড়া নিয়ম-কানুন। সেই নিয়মগুলির অন্যতম হল—টিকিট কেটে যাত্রা করা। অথচ, কিছু মানুষ এই নিয়মকে তুচ্ছ করে নিয়ম ভাঙার সাহস দেখান, এবং যখন কর্তৃপক্ষ বাধা দেন, তখন শুরু হয় অপ্রয়োজনীয় নাটক।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement