'দেখি ম্যাডাম টিকিটটা?' TTE ধরতেই মহিলা, 'দেখছেন না আমার অবস্থা!' বলেই দিলেন ছুট, বিরাট 'নাটক' তার পর!  

Last Updated:
TTE ও টিকিটবিহীন মহিলার সংঘর্ষ: আপনি আমার অসহায়তা বুঝছেন না! — রেলস্টেশনে এক মহিলাকে টিকিট ছাড়া ঢুকতে দেখে যখন টি.টি.ই তাকে ধরে ফেলেন, শুরু হয় উত্তেজনাপূর্ণ নাটক। ঘটনাটির ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
1/9
ভারতের মতো বিশাল জনসংখ্যার দেশে ট্রেন যাত্রা শুধু একটি চলাচলের মাধ্যম নয়, বরং এক গুরুত্বপূর্ণ সামাজিক অভ্যাস। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ রেলপথে যাতায়াত করেন, আর এই বিশাল ব্যবস্থাকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য রয়েছে কড়া নিয়ম-কানুন। সেই নিয়মগুলির অন্যতম হল—টিকিট কেটে যাত্রা করা। অথচ, কিছু মানুষ এই নিয়মকে তুচ্ছ করে নিয়ম ভাঙার সাহস দেখান, এবং যখন কর্তৃপক্ষ বাধা দেন, তখন শুরু হয় অপ্রয়োজনীয় নাটক।
ভারতের মতো বিশাল জনসংখ্যার দেশে ট্রেন যাত্রা শুধু একটি চলাচলের মাধ্যম নয়, বরং এক গুরুত্বপূর্ণ সামাজিক অভ্যাস। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ রেলপথে যাতায়াত করেন, আর এই বিশাল ব্যবস্থাকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য রয়েছে কড়া নিয়ম-কানুন। সেই নিয়মগুলির অন্যতম হল—টিকিট কেটে যাত্রা করা। অথচ, কিছু মানুষ এই নিয়মকে তুচ্ছ করে নিয়ম ভাঙার সাহস দেখান, এবং যখন কর্তৃপক্ষ বাধা দেন, তখন শুরু হয় অপ্রয়োজনীয় নাটক।
advertisement
2/9
আমরা সবাই জানি, ট্রেনে ভ্রমণের সময় টিকিট থাকা একজন নাগরিকের দায়িত্ব। কিন্তু অনেক সময় কিছু মানুষ সেই দায়িত্ব এড়িয়ে যেতে নানা অজুহাত দেন এবং টিকিট ছাড়াই ট্রেন বা স্টেশনে প্রবেশ করার সাহস দেখান। আর যখন ধরা পড়েন, তখন শুরু করেন নাটকীয় ঝামেলা। তেমনই একটি ঘটনা ধরা পড়েছে একটি ভাইরাল ভিডিওতে।
আমরা সবাই জানি, ট্রেনে ভ্রমণের সময় টিকিট থাকা একজন নাগরিকের দায়িত্ব। কিন্তু অনেক সময় কিছু মানুষ সেই দায়িত্ব এড়িয়ে যেতে নানা অজুহাত দেন এবং টিকিট ছাড়াই ট্রেন বা স্টেশনে প্রবেশ করার সাহস দেখান। আর যখন ধরা পড়েন, তখন শুরু করেন নাটকীয় ঝামেলা। তেমনই একটি ঘটনা ধরা পড়েছে একটি ভাইরাল ভিডিওতে।
advertisement
3/9
সম্প্রতি ঠিক এমনই এক ঘটনা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে এক মহিলা রেলস্টেশনে টিকিট ছাড়াই প্রবেশ করে এবং TTE (ট্রেন টিকিট পরীক্ষক) তাকে জিজ্ঞাসা করতেই শুরু হয় উত্তপ্ত বাকবিতণ্ডা, চিৎকার-চেঁচামেচি এবং অজুহাতের পাহাড়।
এক মহিলা রেলস্টেশনে টিকিট ছাড়াই প্রবেশ করেন এবং TTE (ট্রেন টিকিট পরীক্ষক) তাকে জিজ্ঞাসা করতেই শুরু হয় উত্তপ্ত বাকবিতণ্ডা, চিৎকার-চেঁচামেচি এবং অজুহাতের পাহাড়। 
advertisement
4/9
ভিডিওতে দেখা যাচ্ছে, এক মহিলা রেলস্টেশনের ভিতরে টিকিট না দেখিয়ে প্রবেশ করেন। টি.টি.ই তাকে বাধা দেন এবং টিকিট দেখতে চান। মহিলা তখন নিজের ‘অবস্থা’ দেখিয়ে ছাড় পেতে চান। এই নিয়ে দু’জনের মধ্যে উত্তপ্ত বচসা শুরু হয়।
ভিডিওতে দেখা যাচ্ছে, এক মহিলা রেলস্টেশনের ভিতরে টিকিট না দেখিয়ে প্রবেশ করেন। টি.টি.ই তাকে বাধা দেন এবং টিকিট দেখতে চান। মহিলা তখন নিজের ‘অবস্থা’ দেখিয়ে ছাড় পেতে চান। এই নিয়ে দু’জনের মধ্যে উত্তপ্ত বচসা শুরু হয়।
advertisement
5/9
ভিডিওতে দেখা যায়, একজন সরদারজি ওই মহিলার ব্যাগ নিয়ে নিচ্ছেন, আর মহিলা জোরে জোরে চিৎকার করছেন। টি.টি.ই বলছেন, “ম্যাডাম টিকিট দেখাচ্ছেন না।” জবাবে মহিলা বলছেন, “আমার অবস্থা তো দেখুন।” তবুও টি.টি.ই বারবার টিকিটের বিষয়ে প্রশ্ন করতে থাকেন।
ভিডিওতে দেখা যায়, একজন সরদারজি ওই মহিলার ব্যাগ নিয়ে নিচ্ছেন, আর মহিলা জোরে জোরে চিৎকার করছেন। টি.টি.ই বলছেন, “ম্যাডাম টিকিট দেখাচ্ছেন না।” জবাবে মহিলা বলছেন, “আমার অবস্থা তো দেখুন।” তবুও টি.টি.ই বারবার টিকিটের বিষয়ে প্রশ্ন করতে থাকেন।
advertisement
6/9
এরপর মহিলা চিৎকার করে বলেন, “এটা এমার্জেন্সি!” এরপর সরদারজির সঙ্গে তাঁর আচরণ নিয়ে শুরু হয় নতুন বাকবিতণ্ডা। সরদারজিও তার জবাবে মহিলার আচরণ নিয়ে প্রশ্ন তোলেন। শেষে টি.টি.ই তাকে বলেন, “টিকিট দেখান, না হলে জরিমানা দিন আর চলে যান।” এভাবেই ৭০ সেকেন্ডের ভিডিও শেষ হয়।
এরপর মহিলা চিৎকার করে বলেন, “এটা এমার্জেন্সি!” এরপর সরদারজির সঙ্গে তাঁর আচরণ নিয়ে শুরু হয় নতুন বাকবিতণ্ডা। সরদারজিও তার জবাবে মহিলার আচরণ নিয়ে প্রশ্ন তোলেন। শেষে টি.টি.ই তাকে বলেন, “টিকিট দেখান, না হলে জরিমানা দিন আর চলে যান।” এভাবেই ৭০ সেকেন্ডের ভিডিও শেষ হয়।
advertisement
7/9
টিকিটের নাম করে পালিয়ে যাওয়ার চেষ্টা!@gharkekalesh নামে এক এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে, ক্যাপশনে লেখা:
টিকিটের নাম করে পালিয়ে যাওয়ার চেষ্টা! @gharkekalesh নামে এক এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে, ক্যাপশনে লেখা: "ভারতীয় রেলওয়েতে তুমুল ঝামেলা! এই মহিলা টিকিট দেখানোর বদলে দৌড় লাগালেন!" ভিডিওটিতে ইতিমধ্যেই ১.৩ লক্ষেরও বেশি ভিউ এবং ১৫০০-এরও বেশি লাইক পড়েছে।
advertisement
8/9
নেটিজেনদের মতে, ওই মহিলা দেখতে যতটা ‘সক্ষম’, তাতে তাঁর পক্ষে টিকিট কাটা বা জরিমানা দেওয়া কোনও ব্যাপারই নয়। এক ইউজার লিখেছেন, “মনে হচ্ছে মহিলা যথেষ্ট সুস্থ ও স্বচ্ছল, তাহলে এত নাটক কেন?” আরেকজন লিখেছেন, “একটা টিকিটের জন্য এত ঝামেলা! টিকিটের দামই বা কত?”
নেটিজেনদের মতে, ওই মহিলা দেখতে যতটা ‘স্বচ্ছল’, তাতে তাঁর পক্ষে টিকিট কাটা বা জরিমানা দেওয়া কোনও ব্যাপারই নয়। এক ইউজার লিখেছেন, “মনে হচ্ছে মহিলা যথেষ্ট সুস্থ ও স্বচ্ছল, তাহলে এত নাটক কেন?” আরেকজন লিখেছেন, “একটা টিকিটের জন্য এত ঝামেলা! টিকিটের দামই বা কত?”
advertisement
9/9
সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা ঘিরে চলছে তুমুল চর্চা— টিকিট ছাড়া ট্রেনে ঢোকার সাহস, তারপর আবার টি.টি.ই-র সঙ্গে নাটক, এটা মেনে নেওয়া যায় কি?
সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা ঘিরে চলছে তুমুল চর্চা— টিকিট ছাড়া ট্রেনে ঢোকার সাহস, তারপর আবার টি.টি.ই-র সঙ্গে নাটক, এটা মেনে নেওয়া যায় কি?
advertisement
advertisement
advertisement