এলাকাবাসীরা জানিয়েছেন, আজ মঙ্গলবার দুপুরে তাঁদের বাড়িতে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ হয়। গুরুতর জখম হন কালাম ও মনসুরা। এছাড়া তাঁদের এক আত্মীয়ও আহত হয়েছেন। স্থানীয়দের অভিযোগ, গোপনে বোমা বাঁধতে গিয়েই না কী বিস্ফোরণটি ঘটেছে।
advertisement
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অপরদিকে পুলিশ জানিয়েছে, ঠিক কী কারণে বিস্ফোরণ তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার পরই কালাম ও ওই আত্মীয়ের খোঁজ মেলেনি। জখম মনসুরাকে পুলিস উদ্ধার করে।
advertisement
প্রথমে তাঁকে জয়নগরের নিমপীঠ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে বাঙ্গুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 15, 2025 7:12 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bomb Explosion: আচমকা বিকট শব্দ! বাড়িতেই ঘটল ভয়ঙ্কর বিস্ফোরণ, জয়নগরে আহত এক মহিলা-সহ ৩