এদের প্রত্যেকের মৃত্যুই বিষ মদে বলে সন্দেহ, অসুস্থ আরও তিন। ঘটনার তদন্তে বর্ধমান থানার পুলিশ। তবে তারা সকলে একসঙ্গে মদ খায়নি বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। ঠিক কী কারণে মৃত্যু তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার কামনাশিস সেন।
আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন না, রাজ্যের প্রথম বিধায়ক হিসেবে ঘোষণা নওশাদের
advertisement
বিষ মদ খেয়ে বর্ধমান শহরের বাহির সর্বমঙ্গলা পাড়ার পাঁচ জন যুবক গুরুতর অসুস্থ হয়ে পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বৃহস্পতিবার রাত থেকে। এদের মধ্যে দুই যুবককে গুরুতর অসুস্থ অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। চিকিৎসা চলাকালীন আরও দুজনের মৃত্যু হয়।
আরও পড়ুন: জাকিয়া জাফরি মামলায় মোদিকে ক্লিনচিট, সুপ্রিম কোর্টকে খোলা চিঠি ৯২ প্রাক্তন আমলার!
অন্যদিকে মদ খেয়ে অসুস্থ আরও তিনজনকে বাবুরবাগ এলাকার একটি নার্সিংহোমে নিয়ে যায় স্থানীয়রা। জানা গেছে প্রাথমিক চিকিৎসার পর তারা সুস্থ আছে। এই ঘটনায় শহরজুড়ে ব্যাপক আলোড়ন ছড়িয়েছে। এরা কোথা থেকে কোন মদ খেয়েছিল, তা জানতে রাতেই তদন্তে নেমেছে জেলা পুলিশ।