TRENDING:

Jagadhatri Puja: দুর্গাপুজোকেও ছাপিয়ে ‌যায় এই গ্রামের ২৭টি জগদ্ধাত্রী পুজো! মানুষের ঢল

Last Updated:

জগদ্ধাত্রী পুজো মানে শুধু চন্দননগর বা কৃষ্ণনগর না, মুর্শিদাবাদের সালারের কাগ্রামে জগদ্ধাত্রী পুজোয় মেতে ওঠে গ্রামবাসীরা। ২৭টি জগদ্ধাত্রী পুজো হয় এই গ্রামে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলার প্রত্যন্ত ব্লক সালার। সালার ব্লকের অন্তর্গত কাগ্রামে ২৭টি জগদ্ধাত্রী পুজো হয় এই গ্রামে। জগদ্ধাত্রী পুজো মানে শুধু চন্দননগর বা কৃষ্ণনগর না, মুর্শিদাবাদের কাগ্রামে জগদ্ধাত্রী পুজোয় মেতে ওঠে গ্রামবাসীরা। পুরাতন প্রথা রীতিনীতি মেনে মহিষ বলি ছাগ বলি হয়। তেমনই পূজো উপলক্ষে কাগ্রামের পাশাপাশি আরও আট-দশটি গ্রামের বাসিন্দারা এই পুজো নিয়ে মেতে থাকে প্রায় দুদিন ধরে।
advertisement

আজও গোটা গ্রামে বসে মেলা। সারা রাত জুুড়ে হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। কাগ্রাম একটি প্রাচীন গ্রাম ২৯ পাড়ার এই গ্রামে বর্তমানে মোট ২৭ টি পুজো হয়। বর্তমানে ১৩টি হয় পারিবারিক ও বাকি সব বারোয়ারি সর্বজনীন জগদ্ধাত্রী পুজো। তবে এখানে চারদিন ধরে পুজো হয়না, পুজো চলে মাত্র দু দিন। পঞ্জিকা মতে একই দিনে সপ্তমী, অষ্টমী ও নবমী পূজো হয় পরের দিন দশমী। মঙ্গলবার তিনটি পুজো ও বুধবার হল দশমী পূজো। গ্রামে পুজো কে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন ছিল পুলিশ বাহিনী।

advertisement

গ্রামের বাসিন্দারা জানান, এই গ্রামে পুরাতন রীতিনীতি মেনে পুজো অনুষ্ঠিত হয় তেমনই, পাল বাড়ি, মহাশয়বাড়ি সহ দক্ষিণপাড়া সাহাপাড়া মন্ডপ, মধ্যে পশ্চিম পাড়া সার্বজনীন, তাঁতি পাড়া সার্বজনীন, রায়পাড়া সার্বজনীন, উত্তরপাড়া বাজার পাড়া সার্বজনীন পুজোয় বলি বিশেষ বৈশিষ্ট্যের দাবি রাখে। গ্রামের বেশিরভাগ পুজো দুই শতাধিক বছরের বেশি পুরাতন। সাক্ত এবং বৈষ্ণব দুই মতেই এই গ্রামের পুজো গুলি হয় । পাশাপাশি, গ্রামগুলি থেকে হাজার হাজার মানুষ জমায়েত হত আমাদের গ্রামে এখনও তার ব্যতিক্রম হয় না। এখনও পুজো দু’দিন গ্রামে বসে মেলা। অনুষ্ঠিত হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jagadhatri Puja: দুর্গাপুজোকেও ছাপিয়ে ‌যায় এই গ্রামের ২৭টি জগদ্ধাত্রী পুজো! মানুষের ঢল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল