TRENDING:

Howrah News: বাড়িতে ডিম রেখে ২৫টি সাপের বাচ্চার জন্ম দিলেন ইনি! জানাজানি হতেই হইচই পড়ে গেল এলাকায়

Last Updated:

পরিবেশ কর্মীর বাড়িতেই ডিম ফুটে জন্মাল ২৫ টি সাপের ছানা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: পরিবেশ কর্মীর বাড়িতে ডিম ফুটে জন্মাল ২৫ টি সাপের ছানা! এমন ঘটনা প্রায় বিরল। সাপ দেখলেই যেখানে মানুষ ভয়ে শিউরে ওঠে অথবা সেই সাপকে মেরে দেওয়ার প্রবণতাও দেখা যায়। এমন সময় পরিবেশ কর্মীর বাড়িতে সাপের ডিম ফুটে বাচ্চা হওয়ার ঘটনা, জেলা জুড়ে সাড়া পড়েছে। এই ঘটনা পরিবেশের জন্য সুবার্তা বলেই মনে করছে পশুপ্রেমীরা।
advertisement

হুগলির খানাকুলে একটি বাড়িতে কাজ করার সময় কিছু ডিম লক্ষ্য করেন স্থানীয় মানুষ। খবর পেয়ে পরিবেশ প্রেমী ঈশান বাগ ও সৌরভ মন্ডল ডিমগুলো উদ্ধার করে যোগাযোগ করেন হাওড়ার বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামানিকের সঙ্গে। পরবর্তীতে ঈশান বাগ ও বিভাস খাঁ এর থেকে ডিমগুলো নিয়ে বিশিষ্ট সরীসৃপ বিশেষজ্ঞ অনির্বাণ চৌধুরীর পরামর্শ মত কৃত্রিমভাবে সাপের ২৫ টি ডিম থেকে ছানা ফোটানোর ব্যবস্থা করেন চিত্রক প্রামানিক ও সুমন্ত দাস।

advertisement

আরও পড়ুন: ট্রাম লাইব্রেরি, ট্রাম কফি আউটলেট, রাস্তার পাশে ডিসপ্লে বোর্ড! দেখে মনে হবে একটুকরো বিদেশ! ভোল বদলাচ্ছে কলকাতার পাশেই এই জায়গা

নিয়মিত যত্ন, তাপমাত্রা নিয়ন্ত্রণ, আর্দ্রতা নিয়ন্ত্রণ, সঠিক পর্যবেক্ষণের পর কিছুদিনের মধ্যেই ২৫ টা ডিম থেকেই জন্ম নেয় ২৫ টি সদ্যোজাত জলঢোঁড়া সাপ বা চেকার্ড কিলব্যাক এর (checkered keelback) ছানা। পরবর্তীতে পরিবেশ কর্মী চিত্রক প্রামানিক, সুমন্ত দাস, রঘুনাথ মান্না ও ইমন ধাড়া জলাশয়ে সাপের ছানাগুলি মুক্ত করে দেন।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

এ প্রসঙ্গে পরিবেশ কর্মী চিত্রক প্রামানিক বলেন, জলঢোঁড়া সাপ গ্রাম বাংলার অতি পরিচিত একটি সাপ। এরা পুকুর, ডোবা, খাল বিল ও জলাভূমিতে থাকে। জলঢোঁড়া সাপ একটি নির্বিষ সাপ। এরা মাছ, ব্যাঙ, ইঁদুর, পোকামাকড় খেয়ে জলজ বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিকেতনে রয়েছে কবিগুরুর ছাপাখানা, ঐতিহ্য-ইতিহাস
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: বাড়িতে ডিম রেখে ২৫টি সাপের বাচ্চার জন্ম দিলেন ইনি! জানাজানি হতেই হইচই পড়ে গেল এলাকায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল