প্রায় ২৪০ জন গৃহহীন মানুষের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে এখানে। শুধু আশ্রয় নয় পরিচয়পত্র তৈরি করে দেওয়া থেকে শুরু করে সরকারি সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার কাজও করে চলেছে এই সংস্থা। নিয়মিত রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির, চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। সম্প্রতি আয়োজিত চক্ষু শিবিরে প্রায় একশো জনের চোখের পরীক্ষা হয়েছে। প্রয়োজন অনুযায়ী দেওয়া হয়েছে চশমা। এমনকি অপারেশনের ব্যবস্থাও করেছে সংস্থা।
advertisement
আরও পড়ুন Couple Accident: নববর্ষের দিনই শেষ হল দম্পতির পথচলা, গাড়ির এক ধাক্কায় প্রাণ গেল দু’জনেরই
শিশুদের শিক্ষার আলোয় ফেরাতে বিশেষ উদ্যোগ নিয়েছে। স্কুলছুট শিশুদের স্কুলে ফেরানোর ব্যবস্থা, বই-খাতা-পেন সহ শিক্ষা সামগ্রী প্রদান সবই করা হয় ভালোবাসা দিয়ে। দক্ষিণ ২৪ পরগনা ছাড়াও কালীঘাট , বালি, উত্তরপাড়া, চুচুড়া ও টিটাগড়ে খুলেছে সেল্টার হোম। যাদবপুরের এই সংগঠনের মহৎ উদ্যোগ আজ সমাজের কাছে এক অনুপ্রেরণা। মানব সেবায় নিঃস্বার্থ ভাবে কাজ করে আসছে এই সংগঠন। সত্যিই হয়ে উঠেছে আশার আস্থা।
সুমন সাহা