এদিন দক্ষিণ ২৪ পরগনা বিভিন্ন এলাকায় বিকাল তিনটার পর থেকে মুষলধারে বৃষ্টি আর তার সঙ্গে অনবরত বাজ পড়তে থাকে। আর সেই সময় মাঠে ফুটবল খেলছিলেন কয়েকজন যুবক হঠাৎই বাজ পড়ে মৃত্যু হয় এক নাবালকের। মৃতের নাম সফিক মোল্লা ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার তালদি পঞ্চায়েতের শিব নগর গ্রামে।
advertisement
পরিবার সূত্রে জানা যায়, বৃষ্টি চলাকালীন মাঠে ফুটবল খেলার সময় বাজ পড়লে সফিক গুরুতর আহত হলে তাকে পরিবারের লোকজন উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসলে সফিককে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। দেহটি ময়নাতদন্তের জন্য ক্যানিং থানার পুলিশ নিয়ে যায়।
অন্যদিকে চুনাখালীতে বাজ পরে মৃত্যু হল আরও এক যুবকের, মৃতের নাম রহমান মোল্লা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ গোসাবা বাসন্তী থানার অন্তর্গত চুনাখালী গ্রাম পঞ্চায়েতের হাট খোলা মাঝের পাড়ায় বৃহস্পতিবার বিকালে হঠাৎ বৃষ্টি শুরু হয়। তাঁর মধ্যে মাঝে মাঝে বাজ পড়ছিল। সেই সময় রহমান বাড়ির কাছে নদীতে মাছ ধরছিল।নদী থেকে উঠে বাড়ি ফেরার সময় নদীর পাড়ে বজ্রঘাতে তার মৃত্যু হয়। দুটি ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া।
সুমন সাহা