ধৃতরা একটি গাড়ি এবং মোটর বাইকে চেপে শুভেন্দু অধিকারীর কনভয় ফলো করে শান্তিকুঞ্জের সামনে অবধি পৌঁছায় বলে সূত্রের খবর। জানা গিয়েছে, আটক দুই যুবকের পরিচয় জানা যায়নি। গাড়ির ভেতরে কয়েকটি ফাইল ছিল বলেও জানা গেছে।
আরও পড়ুন: 'ভিআইপি-দের গাড়িতে অস্ত্র আমদানি', বিস্ফোরক মন্তব্য মমতার! কাকে নিশানা? তুমুল জল্পনা
কনভয়ের পেছন পেছন এই গাড়ি ও বাইক দুটি এসে কাঁথিতে শান্তিকুঞ্জের সামনে দাঁড়ানোর পরপরই সিআরপিএফ জওয়ানরা তাদের আটকায়। জিজ্ঞাসাবাদে দুই যুবক কোন উত্তর দিতে না পারায় কাঁথি থানায় খবর দেওয়া হয়।
advertisement
আরও পড়ুন: সূত্র এসে গিয়েছে হাতে, মানিকের আর 'রক্ষা' নেই! জেলে রেখেই 'খেলা' শেষ করতে চাইছে ইডি
এরপরেই পুলিশ গিয়ে তাদের আটক করে। সেই সঙ্গে বাইক ও গাড়িটিও আটক করেছে পুলিশ। ধৃত দুই সন্দেহভাজন যুবককে পুলিশ মেডিক্যাল পরীক্ষার জন্য কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে গেছে বলে জানা গেছে।