TRENDING:

Bardhaman heatwave: দাবদাহে পুড়ছে বর্ধমান, বৃষ্টি আসবে কবে? জানতে উদগ্রীব বাসিন্দারা

Last Updated:

Bardhaman weather: দাবদাহ অব্যাহত বর্ধমানে। সাত দিনেরও বেশি সয়ম বৃষ্টির দেখা নেই। দুপুর হলেই গরম হলকা হাওয়া বইছে। তার উপর অস্বস্তি অনেকটাই বাড়িয়ে দিয়েছে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা। ঘেমেনেয়ে অস্থির মানুষ চাতক পাখির মতো সকলে তাকিয়ে রয়েছেন বৃষ্টির জন্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্ধমান: দাবদাহ অব্যাহত বর্ধমানে। সাত দিনেরও বেশি সয়ম বৃষ্টির দেখা নেই। দুপুর হলেই গরম হলকা হাওয়া বইছে। তার উপর অস্বস্তি অনেকটাই বাড়িয়ে দিয়েছে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা। ঘেমেনেয়ে অস্থির মানুষ চাতক পাখির মতো সকলে তাকিয়ে রয়েছেন বৃষ্টির জন্য।
বাজ পড়ে দু'জনের মৃত্যু।
বাজ পড়ে দু'জনের মৃত্যু।
advertisement

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এবার সময়ের আগে বর্ষা ঢুকেছে রাজ্যে। কিন্তু দিন দশেকেরও বেশি সময় ধরে মৌসুমী বায়ু থমকে রয়েছে উত্তরবঙ্গে। সেজন্যই বর্ধমান সহ দক্ষিণবঙ্গে অসহনীয় পরিস্থিতি তৈরি হয়েছে। তারই মধ্যে সোমবার দক্ষিণবঙ্গের কিছু এলাকায় স্বস্তির বৃষ্টি হয়। তবে বর্ধমানে তার কোনও প্রভাব পড়েনি। অস্বস্তিকর গরম সহ্য করা অনেকের কাছেই দায় হয়ে উঠেছে। সকলেই জানতে চাইছেন, বৃষ্টির জন্য আর কত দিন অপেক্ষা করতে হবে।

advertisement

আরও পড়ুন: বড় বিপর্যয়, বন্ধ করে দেওয়া হল সিকিম-বাংলা সংযোগকারী ১০ নম্বর জাতীয় সড়ক

মঙ্গলকোটে বজ্রপাতে মৃত্যু হল একই গ্রামের দুই ব্যক্তির। মৃত অজিত ঘোষ (৫০) এবং বিজয় ঘোষের (৫১) বাড়ি কৈচর  গ্রাম পঞ্চায়েতের কানাইডাঙ্গা গ্রামে। প্রতিবেশী সৌরভ ঘোষ জানান, সন্ধ্যাবেলায় মাঠ থেকে গরু চড়িয়ে বেশ কয়েকজন গ্রামবাসী বাড়ি ফিরছিল। সেই সময় আচমকাই মাঠের মধ্যেই বজ্রপাতের কবলে পড়ে দু’জনে প্রাণ হারান। উপস্থিত আরও তিনজন ছিল প্রাণে বেঁচে যায়। মঙ্গলকোট থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য  কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bardhaman heatwave: দাবদাহে পুড়ছে বর্ধমান, বৃষ্টি আসবে কবে? জানতে উদগ্রীব বাসিন্দারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল