TRENDING:

BSF: রক্তারক্তি কাণ্ড মুর্শিদাবাদের BSF ক্যাম্পে! যা ঘটল, হাড়হিম হয়ে যাচ্ছে এলাকাবাসীর

Last Updated:

BSF: প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মৃতদের মধ্যে এক বিএসএফ জওয়ানের ছোঁড়া গুলিতেই দুই জনের মৃত্যু ঘটেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বহরমপুর: জলঙ্গীর কাকমারি চর সীমান্তে গুলির শব্দ। রহস্যমৃত্যু দুই বিএসএফ জওয়ানের। মুর্শিদাবাদের ভারত-বাংলাদেশ সীমান্তে সাগরপাড়া থানার কাকমারি চর এলাকায় বিএসএফ ক্যাম্পে মৃত্যু হল দুই দুই বিএসএফ জওয়ানের। সোমবার সকালে গুলির শব্দে কেঁপে উঠল এলাকা। গুলিতেই ওই দুই জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে।
advertisement

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মৃতদের মধ্যে এক বিএসএফ জওয়ানের ছোঁড়া গুলিতেই দুই জনের মৃত্যু ঘটেছে। এরপর ঘটনাস্থলে আসেন বিএসএফ-এর উচ্চপদস্থ আধিকারিকেরা। পুলিশ ময়নাতদন্তের জন্য মৃতদেহ ক্যাম্প থেকে বের করে নিয়ে এসেছে। মৃতদের মধ্যে একজন বিএসএফ-এর হেড কনস্টেবল রয়েছেন। একজনের নাম শেখর (৪৪)। তিনি হেড কনস্টেবল। অন্যজনের নাম জনসন টপো। তাঁর বাড়ি ছত্রিশগড়ে।

advertisement

আরও পড়ুন: দিলীপ ঘোষের বাইকে বসে 'বিপদে', গ্রেফতার পরোয়ানা জারি হতেই আদালতে লকেট!

বিএসএফ ডিআইজি সাউথ বেঙ্গল এস এস গুলারিয়া জানান, দুইজনের মধ্যে গোলাগুলির জন্য এই ঘটনা ঘটেছে। এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছেন পুলিশ। সমগ্র ঘটনার তদন্ত শুরু হয়েছে।

advertisement

আরও পড়ুন: বঙ্গ BJP-তে 'গোপন' বৈঠক! 'বিক্ষুব্ধ'দের সঙ্গে হাত মেলালেন লকেট? তুমুল আলোড়ন

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

প্রসঙ্গত, রবিবারই সহকর্মীদের সঙ্গে বচসার সূত্রে মারাত্মক ঘটনা অমৃতসরে বিএসএফ ক্যাম্পে। সহকর্মীর গুলিতে সেখানে মৃত্যু হয় ৫ বিএসএফ জওয়ানের। অভিযুক্ত নিজেও বিএসএফ কনস্টেবল। রবিবার সকালে এই ঘটনাটি ঘটেছে পঞ্জাবের অমৃতসরের খাসা গ্রামে। অভিযুক্তেরও মৃত্যু ঘটেছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
BSF: রক্তারক্তি কাণ্ড মুর্শিদাবাদের BSF ক্যাম্পে! যা ঘটল, হাড়হিম হয়ে যাচ্ছে এলাকাবাসীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল