প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মৃতদের মধ্যে এক বিএসএফ জওয়ানের ছোঁড়া গুলিতেই দুই জনের মৃত্যু ঘটেছে। এরপর ঘটনাস্থলে আসেন বিএসএফ-এর উচ্চপদস্থ আধিকারিকেরা। পুলিশ ময়নাতদন্তের জন্য মৃতদেহ ক্যাম্প থেকে বের করে নিয়ে এসেছে। মৃতদের মধ্যে একজন বিএসএফ-এর হেড কনস্টেবল রয়েছেন। একজনের নাম শেখর (৪৪)। তিনি হেড কনস্টেবল। অন্যজনের নাম জনসন টপো। তাঁর বাড়ি ছত্রিশগড়ে।
advertisement
আরও পড়ুন: দিলীপ ঘোষের বাইকে বসে 'বিপদে', গ্রেফতার পরোয়ানা জারি হতেই আদালতে লকেট!
বিএসএফ ডিআইজি সাউথ বেঙ্গল এস এস গুলারিয়া জানান, দুইজনের মধ্যে গোলাগুলির জন্য এই ঘটনা ঘটেছে। এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছেন পুলিশ। সমগ্র ঘটনার তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন: বঙ্গ BJP-তে 'গোপন' বৈঠক! 'বিক্ষুব্ধ'দের সঙ্গে হাত মেলালেন লকেট? তুমুল আলোড়ন
প্রসঙ্গত, রবিবারই সহকর্মীদের সঙ্গে বচসার সূত্রে মারাত্মক ঘটনা অমৃতসরে বিএসএফ ক্যাম্পে। সহকর্মীর গুলিতে সেখানে মৃত্যু হয় ৫ বিএসএফ জওয়ানের। অভিযুক্ত নিজেও বিএসএফ কনস্টেবল। রবিবার সকালে এই ঘটনাটি ঘটেছে পঞ্জাবের অমৃতসরের খাসা গ্রামে। অভিযুক্তেরও মৃত্যু ঘটেছে।